TRENDING:

Durga Puja 2023 Travel: ঘণ্টাখানেকের দূরত্বে নৈসর্গিক সৌন্দর্য, দুর্গাপুজোর ছুটিতে ঘুরে আসুন হাওড়ার এই জায়গায়

Last Updated:
Durga Puja Travel 2023: পুজোর ছুটিতে সেরা একদিন বা একবেলার মন ভাল করা ট্যুর মানেই হাওড়ার ৫৮ গেট, দুই নদীর সঙ্গমস্থল শান্ত নিরিবিলি স্থান...
advertisement
1/6
ঘণ্টাখানেকের দূরত্বে নৈসর্গিক সৌন্দর্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন হাওড়ার এই জায়গায়
*পুজোর ছুটিতে সেরা একদিন বা একবেলার মন ভাল করা ট্যুর মানেই হাওড়ার ৫৮ গেট। দুই নদীর সঙ্গমস্থল অপরূপ প্রাকৃতিক দৃশ্য চোখে পড়বে। উত্তর-পশ্চিম থেকে দামোদর এসে ৫৮ গেটে মিশেছে ভাগীরথী, হুগলি নদীতে। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*এক বেলা ও একদিনের ভ্রমণের সেরা ঠিকানা হাওড়ার ৫৮ গেট। খুব কাছ থেকে নদীর সৌন্দর্য এবং নদীর উপর ভেসে বেড়াচ্ছে ছোট বড় নৌকা, সেই সঙ্গে বড় বড় পণ্যবাহী জাহাজ চোখে পড়বে।
advertisement
3/6
*বর্ষার জলে পুষ্ট নদী, পুজোর ছুটি বা বর্ষা থেকে শীত পর্যন্ত এই স্থান আকর্ষণীয় ভ্রমণ প্রিয় মানুষের কাছে। নদী লাগোয়া খোলা মাঠ, রান্নার সুব্যবস্থা পিকনিক করার মতো আদর্শ পরিবেশ।
advertisement
4/6
*রাত্রিযাপনের জন্য রয়েছে সরকারি লজ। এখানে এলে চোখে পড়বে নৌকায় চড়ে মাছ শিকারের দৃশ্য। নিরিবিলি শান্ত নদী কোলের পরিবেশ উপভোগ করতে হলে আসতে হবে হাওড়ার ৫৮ গেট।
advertisement
5/6
*হুগলি নদীতে মেশার আগেই দামোদর নদীর উপর উলুঘাটা সুইস গেট। রয়েছে পরপর ৫৮ টি গেট। এই স্থান আরও বেশি করে ভিড় জমার কারণ, বিপরীতে রয়েছে গড়চুমুক মিনি জু।
advertisement
6/6
*বিকেল হলেই চাট মসলা আইসক্রিম-সহ বেশ কিছু জিনিসের অস্থায়ী দোকান, বিশেষ করে শীতে আরও বেশি জমে। সহজ যোগাযোগ ব্যবস্থা, হাওড়া থেকে উলুবেরিয়া হয়ে শ্যামপুর রোড। গাদিয়াড়া যাবার মাঝ পথেই পড়বে ৫৮ গেট।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023 Travel: ঘণ্টাখানেকের দূরত্বে নৈসর্গিক সৌন্দর্য, দুর্গাপুজোর ছুটিতে ঘুরে আসুন হাওড়ার এই জায়গায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল