International Yoga Day 2024: আন্তর্জাতিক যোগা দিবসে দশম বর্ষের বার্তা "নারী স্বশক্তিকরণ", সেই ছবি ফুটে উঠল শান্তিপুরের মাঠে
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
পতঞ্জলির যোগ পিঠের তত্ত্বাবধানে দশম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে নদিয়া দক্ষিণ জেলা স্তরের যোগ মহোৎসব এবার অনুষ্ঠিত হল শান্তিপুর লাইব্রেরী মাঠে
advertisement
1/9

দশম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে নদীয়া দক্ষিণ জেলা স্তরের যোগ মহোৎসব এবার অনুষ্ঠিত হল শান্তিপুর লাইব্রেরী মাঠে।
advertisement
2/9
আজ আন্তর্জাতিক যোগা দিবস। দশম বর্ষে এবারের বার্তা নারী স্বশক্তিকরণ। সারা পৃথিবীর ১৭৭ টি দেশে ভারতীয় প্রাচীন আধ্যাত্মিক এবং শরীর চর্চার এই সংস্কৃতি রোগ নিরাময় এবং সুস্থ থাকার পদ্ধতি অবলম্বন করে নিয়মিত অনুশীলন করে চলেছেন।
advertisement
3/9
সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আজ মহাসাড়ম্বরে পালিত হচ্ছে এই দশম আন্তর্জাতিক যোগা দিবস। নদিয়া দক্ষিণে প্রায় ৫০ টি স্থায়ী যোগ শিবির যেখানে সারা বছর নিয়মিত অনুশীলন নিয়ে থাকেন সকল সদস্যরা।
advertisement
4/9
এবারে নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে সকাল পাঁচটা থেকেই নাচ গানের সঙ্গে যোগা এবং বিভিন্ন তাৎপর্যপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে আজকের দিনটি পালন করেন।
advertisement
5/9
যোগ সনাতন ধর্মের বহু প্রাচীন একটি ঐতিহ্য । মনের সুস্থতা আধ্যাত্মিকতা বাদেও শরীর সুস্থ রাখার অন্যতম উপায়। এর প্রচার এবং প্রসার ক্রমশ বাড়ছে। উপস্থিত বিভিন্ন অতিথিদের আলোচনা থেকে উঠে আসে এই বিষয়।
advertisement
6/9
পতঞ্জলি যোগ সমিতি, ভারত মনে করে যোগেই নিরাময় হয় রোগ। তাই করো যোগ হও নীরোগ। কথাটা এখনকার নয়, যোগ ভারতীয় উপমহাদেশে উদ্ভূত একপ্রকার ঐতিহ্যবাহী শারীরবৃত্তীয় ও মানসিক সাধনপ্রণালী।
advertisement
7/9
advertisement
8/9
সংস্কৃত শব্দ ‘যুজ’ থেকে আহরিত যোগ এর অর্থ হল ব্যক্তি সত্তার সঙ্গে বিশ্ব সত্তার মিলন। যোগের জ্ঞান ৫০০০ বছরের পুরানো ভারতীয় জ্ঞান।
advertisement
9/9
তাই শারীরিক অনুশীলন, খাদ্যাভ্যাস, যোগ অনুশীলনে উপকৃত হয়ে লাখো লাখো মানুষ আজ একটি ছত্র ছায়ার তলায় আসছেন ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
International Yoga Day 2024: আন্তর্জাতিক যোগা দিবসে দশম বর্ষের বার্তা "নারী স্বশক্তিকরণ", সেই ছবি ফুটে উঠল শান্তিপুরের মাঠে