মাস্টার প্ল্যান! অপুষ্টি আর ধারেকাছেও ঘেঁষতে পারবে না! নতুন এই উদ্যোগে পুষ্টিকর খাবার পাবে সব শিশু
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Nutrition Donation Box : শিশুদের অপুষ্টি দূর করতে এবার ডোনেশন বক্সের মাধ্যমে জনসচেতনতা গড়ার উদ্যোগ। কীভাবে কাজ করবে এই পদ্ধতি, জেনে নিন।
advertisement
1/6

শিশুদের অপুষ্টি দূর করতে এবার ডোনেশন বক্সের মাধ্যমে জনসচেতনতা গড়ার উদ্যোগ জেলা ব্যাপী। পূর্ব বর্ধমান জেলা নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে শুক্রবার পালিত হল সুপুষ্ঠি মাস উদযাপন অনুষ্ঠান। এদিন বর্ধমান নতুন কালেক্টরেট ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রতীক সিং। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
2/6
আনুষ্ঠানিকভাবে কোনেও এক দিন এই সুপুষ্টি দিবস পালন নয়। প্রতিদিনই করতে হবে পুষ্টি দিবস। তাই ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে সমস্ত আইসিডিএস সেণ্টারগুলিতে পুষ্টির ওপর জোড় দিয়ে জোরকদমে কাজ শুরু হয়েছে। এবছর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য। শুরু করা হয়েছে ডোনেশন বক্স।
advertisement
3/6
পূর্ব বর্ধমান জেলা পরিষদের নারী ও শিশু দফতরের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র জানান, প্রতিটি কেন্দ্রে এই ডোনেশন বক্স রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে দেশ থেকে এই অপুষ্টি দূর করতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে এই ডোনেশন বক্সের মাধ্যমে। এই বক্সে যে কোনেও সাধারণ মানুষ অপুষ্টি শিশু ও মায়েদের জন্য যে কোনওরকম ফলমূল, শাকসব্জি দান করতে পারবেন।
advertisement
4/6
তিনি আরও জানান, এর মাধ্যমে একদিকে যেমন সরকারী উদ্যোগ, অন্যদিকে সাধারণ মানুষকেও এই অপুষ্টির বিরদ্ধে সংগ্রামে সামিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
5/6
এদিন এই অনুষ্ঠানে রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের সমাজ কল্যাণ শাখার জেলা সহ সভাপতি তপন ঘোষ জানিয়েছেন, তাঁদের সমাজ কল্যাণ ইউনিটের পক্ষ থেকে তাঁরা প্রতিটি সরকারি কর্মচারী একজন করে অপুষ্টি শিশুর দায়িত্ব নিতে চলেছেন। খুব শীঘ্রই এব্যাপারে তাঁরা তাঁদের কর্মসুচী ঘোষণা করতে চলেছেন। সরকার উদ্যোগ নিচ্ছে বিভিন্নভাবে। পূর্ব বর্ধমান জেলায় একটা সময় আইসিডিএস সেণ্টারগুলি ভাড়া বাড়িতে চলতে। এখন নতুন করে সরকারি উদ্যাগে আইসিডিএস সেণ্টার তৈরি হচ্ছে। ইতিমধ্যেই জেলার বহু ভবন নির্মাণ হয়েছে। বাকিগুলিরও কাজ চলছে।
advertisement
6/6
উল্লেখ্য, বর্তমানে পুর্ব বর্ধমান জেলায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ২৮৮। তপনবাবু জানিয়েছেন, তাঁরা চাইছেন এই সংখ্যাটা শুন্যে নিয়ে আসতে।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের নারী ও শিশু দপ্তরের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র, জেলা আইসিডিএস প্রকল্পাধিকারিক পারমিতা সেনগুপ্ত সহ জেলার সমস্ত সিডিপিও-রাও। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মাস্টার প্ল্যান! অপুষ্টি আর ধারেকাছেও ঘেঁষতে পারবে না! নতুন এই উদ্যোগে পুষ্টিকর খাবার পাবে সব শিশু