'বলছে বাংলার জনতা, এবার আবার মমতা', স্লোগান তুলে 'দিদির দূতে' চড়ে প্রচারে নুসরত
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বুধবার এই দূতে চেপেই মিনাখায় সভা করতে গেলেন সাংসদ-অভিনেত্রী নুসরত ।
advertisement
1/5

তৃণমূলের তরফ থেকে চালু করা হয়েছে 'দিদির দূত'। এই নতুন দিদির দূতে চেপেই জেলায় জেলায় ঘুরবেন তৃণমূলের শীর্ষ নেতারা। বুধবার এই দূতে চেপেই মিনাখায় সভা করতে গেলেন সাংসদ-অভিনেত্রী নুসরত । photo source twitter
advertisement
2/5
এই দিন দিদির দূতে চড়ে মিনাখায় যান নুসরত। photo source twitter
advertisement
3/5
সেখানে নুসরতের সভায় জমায়েত হয় কয়েক হাজার মানুষের। তাঁদের নিয়ে তৃণমূলের হয়ে প্রচার করেন নুসরত। বক্তব্য রাখেন। photo source twitter
advertisement
4/5
এর পর নুসরত এই সমস্ত ছবি তাঁর ট্যুইটারে শেয়ার করেন। মানুষের মনের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন 'দিদির দূত'-এর বার্তা। photo source twitter
advertisement
5/5
নুসরত ট্যুইটারে এই ছবি শেয়ার করে লেখেন, "বলছে বাংলার জনতা, এবার আবার মমতা'। আজ মিনাখাতে এই স্লোগানই তুললেন সাংসদ নুসরত। photo source twitter
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
'বলছে বাংলার জনতা, এবার আবার মমতা', স্লোগান তুলে 'দিদির দূতে' চড়ে প্রচারে নুসরত