TRENDING:

ধাক্কা খেয়েছিল বিদেশি জাহাজ, তারপর রাস্তা দেখে বাড়ছিল ভয়! কিন্তু আতঙ্ক স্বস্তিতে বদলাতে সময় লাগল না

Last Updated:
জাহাজটি জেটিতে ধাক্কা না মারলেও সংলগ্ন হুগলি নদীর বাঁধে এসে ধাক্কা খায়। তার ধাক্কায় জেটি ঘাটের কাছে রাস্তায় ব্যাপক ধাক্কা লাগে।
advertisement
1/6
ফেরিঘাটের কাছে ভয়ংকর ফাটল! সময় নষ্ট না করে তড়িঘড়ি হল মেরামতি
<strong>ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক:</strong> নুরপুরে জেটিঘাটের কাছে রাস্তায় দেখা গেল ফাটল। এই ফাটল দেখার পর দ্রুতগতিতে চলছে সংস্কারের কাজ। ফাটল চওড়া হওয়ার আগেই সংস্কারের কাজ শেষ হয়েছে, ফলে খুশি স্থানীয়রা। 
advertisement
2/6
মঙ্গলবার নুরপুর জেটিঘাটের কাছে ফাটল দেখা যাওয়ায় স্থানীয়রা বিচলিত হয়ে পড়ে। ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের নুরপুর জেটিঘাটের কাছে এই রাস্তায় ফাটল দেখা যায়। সময়ের সঙ্গে বাড়তে থাকে সেই ফাটল। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
advertisement
3/6
এই ঘটনার খবর যায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁর উদ্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের আধিকারিক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
advertisement
4/6
বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ। যার ফলে খুশি স্থানীয়রা‌। হাওড়া ও পূর্ব মেদিনীপুরে যাতায়াতের ক্ষেত্রে ব্যস্ততম নুরপুর ফেরিঘাটের খুব কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে বিদেশী পণ্যবাহী একটি জাহাজ। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
advertisement
5/6
জাহাজটি জেটিতে ধাক্কা না মারলেও সংলগ্ন হুগলি নদীর বাঁধে এসে ধাক্কা খায়। জোয়ার এলে জাহাজটি আবার চলে যায়। তার ধাক্কায় জেটি ঘাটের কাছে রাস্তায় ব্যাপক ধাক্কা লাগে। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
advertisement
6/6
আর তার জেরেই এই ঘটনা ঘটেছে। তবে দ্রুত এই ঘটনার পর ব্যবস্থা নেওয়ায় খুশি সকলেই। বর্তমানে এই কাজ শেষ হয়েছে। পরবর্তী সময়ে আর যাতে না অসুবিধা হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ধাক্কা খেয়েছিল বিদেশি জাহাজ, তারপর রাস্তা দেখে বাড়ছিল ভয়! কিন্তু আতঙ্ক স্বস্তিতে বদলাতে সময় লাগল না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল