শরীরে ক্রসব্যান্ড! ফণার নীচে যেটা থাকে দেখলেই চিনবেন... সেই ছক বদলে দিল 'সাদা' কেউটে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Saikat Shee
Last Updated:
হলদিয়ায় বিরল সাদা রঙের কেউটে সাপ উদ্ধার হল। আর যা ঘিরে চাঞ্চল্য ছড়াল হলদিয়া পৌর এলাকায়।
advertisement
1/6

কেউটে সাপের রঙ হলুদ, বাদামি, ছাই বা কালচে হয়। শরীরে ক্রসব্যান্ড বা ডোরাকাটা দাগ এবং ফণার নিচে একটি কালো ছোপ থাকে। কালকেউটের রঙ ধূসর কালো রঙের হয়। তবে এবার হলদিয়ায় বিরল সাদা রঙের কেউটে সাপ উদ্ধার হল। আর যা ঘিরে চাঞ্চল্য ছড়াল হলদিয়া পৌর এলাকায়।
advertisement
2/6
এই সাদা রংয়ের বিরল কেউটে সাপটি উদ্ধার করেন জেলার স্নেক ম্যান হিসেবে পরিচিতি লাভ করা নকূলচন্দ্র ঘাঁটি। হলদিয়া পৌরসভার পীতাম্বর চক গ্রাম থেকে সাপটি উদ্ধার হয়। সাপটি পূর্ণবয়স্ক নয় ছোট। লোকালয় থেকে সাপটি উদ্ধারের পর, পরিবেশেই ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
3/6
সাধারণত পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কালচে রঙের কেউটে সাপ দেখতে পাওয়া যায়। এই প্রথম সাদা রঙের কেউটে সাপ উদ্ধার হল।
advertisement
4/6
প্রসঙ্গত, আগস্ট মাসের শেষ দিকে হলদিয়া রেঞ্জ এলাকা থেকেই একটি সাদা রঙের চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়েছিল। এবার হলদিয়া রেঞ্জের হলদিয়া পৌরসভা এলাকা থেকে এই সাদা রঙের কেউটে সাপ উদ্ধার। ফলে বন দফতরকে এই এলাকায় সাপের জিন গত ত্রুটি রয়েছে কিনা খতিয়ে দেখার চিন্তাভাবনা শুরু করেছে।
advertisement
5/6
হলদিয়ার ফরেস্ট রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে জানিয়েছেন, "সাপের রঙ সাদা হওয়ার মূল কারণ হল অ্যালবিনিজম (Albino) বা লিউসিসিজম (Leucism) নামক জেনেটিক মিউটেশন, যেখানে মেলানিন (Melanin) রঞ্জক পদার্থের অভাব বা অনুপস্থিতির কারণে চামড়া সাদা হয়। এই জিনগত ত্রুটির ফলে সাপের চামড়া সাদা বা ফ্যাকাশে হয় এবং অ্যালবিনিজমের ক্ষেত্রে চোখের রঙ লাল দেখায়।"
advertisement
6/6
জেলা বন বিভাগ সূত্রে জানা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এই সাদা রঙের সাপদের বেশীদিন বেঁচে থাকা সম্ভব না। কারণ ত্বকের স্বাভাবিক রং না থাকলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারে না। এই এলাকায় এধরনের আরও সাপ রয়েছে কিনা তার খোঁজখবর শুরু করা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শরীরে ক্রসব্যান্ড! ফণার নীচে যেটা থাকে দেখলেই চিনবেন... সেই ছক বদলে দিল 'সাদা' কেউটে!