প্রতিবাদই যখন স্বভাব, বিয়ের আগেও প্রিয়া গর্জে উঠেছিলেন এক বিশেষ পারিবারিক সিদ্ধান্তের বিরুদ্ধে !
Last Updated:
advertisement
1/11

'রূপকথা নয় এতো, এ কোনও গল্প নয় ৷ এ নয় স্বপ্নে দেখা পরীর কল্প নয়, এ যে এক নারীর জীবন ৷' অনেকের প্রচলিত ধারণা রয়েছে নারীর জীবন 'নাকি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই'-ই ৷ জীবনের প্রতিটি যুদ্ধ যে নারী জয় করে তাঁকেই বলা হয় জয়া ৷ সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে যিনি এগিয়ে যান তিনিই জয়া, তিনিই জয়ী ৷
advertisement
2/11
নতুন বউয়ের নাম প্রিয়া মান্না, হুগলির বেগমপুরের বাসিন্দা ৷ দীর্ঘদিনের সামাজিক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কনকাঞ্জলির সময়ে বলেছেন বাবা মায়েরঋণ কখনই শোধ করা যায়না ৷
advertisement
3/11
চিরাচরিত প্রথার বিরুদ্ধে স্রোতের উল্টোদিকে হেঁটে বাবাকে বলেছিলেন বাবা তোমারই আছি তোমারই থাকব ৷ শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার আগে হাসি মুখে বাবাকে বলেছিল আমার বাড়ি আমি আবার আসব ৷
advertisement
4/11
এত পর্যন্ত তো সবারই জানা আছে ৷ এরপরের ঘটনা জানলে বুঝতে পারা যায় এই গল্প একটু ভিন্ন, একটু আলাদা ৷
advertisement
5/11
বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাড়িতে নাচতে নাচতে নতুন জীবনের পথে পাড়ি দিয়েছিলেন ৷
advertisement
6/11
বাবা-মা, বোনকে নিয়েই প্রিয়া মান্নার বেড়ে ওঠা ৷ তাঁর বিদ্রোহী সত্তা একদিনের নয় ৷ তিনি যখন চাকরি পেয়েছিলেন বাবার আপত্তি ছিল ৷ বাবা চাইতেন না তিনি প্রিয়া চাকরি করুন ৷ সেখানেও প্রচলিত চিন্তাধারার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি ৷ প্রাণের চেয়েও প্রিয় বাবার (শ্রী শম্ভু মান্না) ইচ্ছার সামনে নিজের মানসিকতাকে এক অন্যরূপ দিয়েছিলেন ৷ চাকরি তিনি তখন ছাড়েননি ৷
advertisement
7/11
পেশায় ব্যবসায়ী বাবাকেও মেয়ের আদর্শের সামনে কিছুটা থামতে বাধ্য হয়েছিলেন ৷ মেনে নিয়েছিলেন শম্ভুবাবু ৷
advertisement
8/11
কনকাঞ্জলির মঞ্চে এমন তীব্র আপত্তি করেও কি শ্বশুরবাড়ির সবার মন জয় করতে পারবেন তিনি ?
advertisement
9/11
হুগলি থেকে রাজারহাট এক অন্য যাত্রা ৷ অভিজিৎ পালের সঙ্গে বিয়ে হয়েছে প্রিয়া মান্নার ৷ ৬ মাসের প্রেম পর্বের পরই বিয়ের পিঁড়িতে প্রিয়া-অভিজিৎ ৷
advertisement
10/11
প্রিয়ার শ্বশুর-শাশুড়ি অত্যন্ত ভাল, প্রতিটি মুহূর্তে তাঁদের কাছে অনুপ্রেরণা পেয়ে থাকেন প্রিয়া মান্না ৷ শ্বশুর ও শাশুড়ি তাঁকে ফের চাকরিতে যোগ দিতে বলেছেন ৷ তাই ফের মার্চে প্রিয়া চাকরিতে যোগ দেবেন ৷
advertisement
11/11
রইল একরাশ শুভেচ্ছা, প্রিয়া-অভিজিতের বিবাহিত জীবন হয়ে উঠুক স্বপ্নপূরণের রূপকথা ৷ ভাল থাকুন, সুখে থাকুন ৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
প্রতিবাদই যখন স্বভাব, বিয়ের আগেও প্রিয়া গর্জে উঠেছিলেন এক বিশেষ পারিবারিক সিদ্ধান্তের বিরুদ্ধে !