Lottery News: কোটি কোটি টাকা নয়! লটারির প্রথম পুরস্কার 'এই' জিনিস! ওজন ২৫ কেজি, জানেন সেটি কী
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
টাকার জন্য লটারি টিকিট কাটতে তো প্রায়শই দেখা যায়। কিন্তু শহর পুরুলিয়াতে অভিনব লটারির টিকিট বিক্রি হতে দেখা যাচ্ছে।
advertisement
1/5

পুরুলিয়া: মুহূর্তেই ভাগ্য পরিবর্তন করতে পারে লটারি। তাই ভাগ্য পরীক্ষার জন্য অনেকেই লটারি কাটেন। যদি কোনওভাবে বরাত জোরেলটারির টিকিট লেগে যায় তাহলে তো ক্রেতা আনন্দে মেতে ওঠেন। টাকার জন্য লটারি টিকিট কাটতে তো প্রায়শই দেখা যায়। কিন্তু শহর পুরুলিয়াতে অভিনব লটারির টিকিট বিক্রি হতে দেখা যাচ্ছে। এই টিকিট কিনলেই যা পুরস্কার মিলবে তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। দোরগোড়ায় জঙ্গলমহলের মনসা পুজো। সর্বত্র তার প্রস্তুতি চলছে। শহর থেকে গ্রাম পুরুলিয়া বাসীরা অপেক্ষায় থাকেন এই মনসা পুজোর জন্য।
advertisement
2/5
সেই উপলক্ষে একাধিক চমক দেখতে পাওয়া যায় জেলার বিভিন্ন জায়গায়। পুরুলিয়া শহরের দর্জি পাড়া ষোল আনা মনসা পুজো কমিটির উদ্যোগে এক অভিনব লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এই প্রতিযোগিতায় জিতলে টাকার বদলে মিলবে অদ্ভুত সমস্ত পুরস্কার। (প্রতীকী ছবি)
advertisement
3/5
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ২৫ কেজির ছাগল। দ্বিতীয় পুরস্কার ১০ জনকে দশটি পাঁচ কেজি ওজনের ছাগল দেওয়া হবে। তৃতীয় পুরস্কার ১০ জনকে তিনটি করে হাঁস দেওয়া হবে। চতুর্থ পুরস্কার ১০ জনকে দু'টি করে হাঁস দেওয়া হবে এবং পঞ্চম পুরস্কার হিসেবে রয়েছে ১০০ জনকে একটি করে হাঁস বিতরণ। শুনতে অবাক লাগলেও এই অভিনব লটারি পুরস্কার মিলবে এই জায়গায়। আর এই অভিনব লটারির টিকিট কাটতে ভিড় জমাচ্ছে বহু মানুষ।
advertisement
4/5
কমিটির সদস্যরা বলেন, তাঁরা চার পাঁচ বছর থেকে এই লটারি প্রতিযোগিতার আয়োজন করেছে। মানুষের মনে কৌতুহল জাগাতে ও লটারি খেলার প্রতি আকর্ষণ বাড়াতে এই অভিনব লটারি প্রতিযোগিতার আয়োজন তাদের। মানুষের যথেষ্ট সারা রয়েছে। তাদের প্রায় দশ হাজার টিকিট বিক্রি হয়ে যায় প্রতি বছর। এক ক্রেতা বলেন, "এই লটারি প্রতিযোগিতার টিকিট তাঁরা প্রতি বছরই কেটে থাকেন। এই বছরও তাই করছেন। মাত্র কুড়ি টাকা দিয়ে লটারি কেটে অনেকেই এখান থেকে পুরস্কার পেয়ে থাকেন। সেই আশাতে তাঁরাও কাটছেন।"
advertisement
5/5
ফাটকায় পুরস্কার পেতে অনেকেই লটারি কাটেন প্রতিনিয়ত। কিন্তু সেই লটারি মূলত টাকার অংকের উপরেই নির্ধারিত হয়। তবে শহর পুরুলিয়ার এই মনসা পুজোয় এই অভিনব লটারি রীতিমত সাড়া ফেলে দিয়েছে সর্বত্র।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Lottery News: কোটি কোটি টাকা নয়! লটারির প্রথম পুরস্কার 'এই' জিনিস! ওজন ২৫ কেজি, জানেন সেটি কী