TRENDING:

Kedarnath Yatra: ১৬০০ কিমি দন্ডি কেটে কেদারনাথ...! শিব ভক্তের শপথ, লিটার লিটার দুধ, গঙ্গাজল ঢাললেন শম্ভুর মাথায়

Last Updated:
Kedarnath Yatra: কঠিন পথের যাত্রী, শিব ভক্ত শম্ভুকে দুধ গঙ্গা জলে স্নান করালেন সকলে, তাকে বলেই কেদার ধামে পাঠালেন বার্তা!
advertisement
1/6
১৬০০ কিমি দন্ডি কেটে কেদারনাথ...! শিব ভক্তের শপথ, লিটার লিটার দুধ ঢাললেন শম্ভুর মাথায়
হাবরায় দুধ গঙ্গা জলে স্নান করানো হল শিব ভক্ত শম্ভুকে! দেবাদিদেবের কাছে সন্তান লাভের আশায় করা মনোবাসনা পূর্ণ হতেই, প্রায় ১৬০০ কিলোমিটার পথ দণ্ডি কেটে পাড়ি দিচ্ছেন জেলার শিবভক্ত শম্ভু কাহার।
advertisement
2/6
কেদারনাথ যাত্রার সেই কঠিন ব্রতের পথে এদিন তিনি এসে পৌঁছন হাবরায়। আর সেখানেই দেখা যায় এক আবেগঘন দৃশ্য- যেখানে স্থানীয় মানুষজন দুধ ও গঙ্গাজলে শম্ভু কাহারকে স্নান করিয়ে তাকে ‘ভক্তি স্নানে’ পূর্ণতা দিলেন।
advertisement
3/6
তার এই যাত্রা নিছকই কোনও তীর্থভ্রমণ নয়, এটি তাঁর দীর্ঘদিনের এক মনস্কামনার বাস্তব রূপ। শম্ভুর এই অটুট শপথ - দণ্ডি কেটে পৌঁছবেন কেদারনাথে, শিবের চরণে রেখে আসবেন তাঁর আর্তি। যা দেখে আজ অনেকেই হচ্ছে না অবাক।
advertisement
4/6
হাবরায় তার আগমনের খবর পেয়েই ভক্তদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। অনেকে উপস্থিত হন দুধ ও গঙ্গাজল নিয়ে। প্রকাশ্য রাস্তায় কয়েক লিটার দুধ ঢেলে শম্ভুকে স্নান করান তাঁরা। কেউ কেউ আবার কেদারনাথ যেতে না পারার দুঃখ জানিয়ে নিজের মনের কথা শম্ভুর কাছে তুলে ধরেন, যেন সেই বার্তাগুলো দেবাদিদেবের কাছে পৌঁছায় সেই আশা নিয়ে।
advertisement
5/6
আন্তরিক ভালবাসা ও ভক্তির প্রকাশ দেখে আবেগ তাড়িত শম্ভু নিজেও।
advertisement
6/6
শম্ভুর এই দণ্ডি যাত্রা যেন বিশ্বাস ও মানসিক শক্তি বজায় রেখে সংকল্প পূরণের চেতনাকেই তুলে ধরে। এখন শুধু অপেক্ষা, শিবের পবিত্র ভূমিতে পৌঁছে তার সেই ব্রত সম্পূর্ণ করার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kedarnath Yatra: ১৬০০ কিমি দন্ডি কেটে কেদারনাথ...! শিব ভক্তের শপথ, লিটার লিটার দুধ, গঙ্গাজল ঢাললেন শম্ভুর মাথায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল