North 24 Parganas News: প্রি-ওয়েডিং হোক কিংবা ভ্রমণে একনম্বর পছন্দ বর্তির বিল! পর্যটকদের নিরাপত্তায় এবার চালু স্থায়ী পুলিশ কিয়স্ক, মিলবে নানা সুবিধা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার বর্তির বিলে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। পর্যটকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমডাঙা থানার উদ্যোগে বর্তির বিলে স্থায়ী পুলিশ কিয়স্ক চালু করা হল।
advertisement
1/6

প্রি-ওয়েডিং ফটোশুট থেকে শুরু করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ- সব কিছুর জন্যই বর্তমানে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার বর্তির বিল। সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই পর্যটনস্থলে। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
বিশেষ করে শীতের মরশুমে পরিযায়ী পাখির আগমনে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়ে। সেই কারণেই এবার পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে বর্তির বিলে স্থায়ী পুলিশ কিয়স্ক চালু করা হল। জানা গিয়েছে, ব্লক ও জেলা প্রশাসনের উদ্যোগে ধাপে ধাপে সাজিয়ে তোলা হচ্ছে বর্তির বিলকে।
advertisement
3/6
ইতিমধ্যেই বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি ব্লক প্রশাসনের তরফে একটি ওয়াচ টাওয়ারও তৈরি করা হয়েছে। পাশাপাশি অ্যাকোয়াটিক বায়ো ডাইভারসিটি পার্ক গড়ে তোলার কাজ চলছে। পর্যটকদের জন্য রয়েছে পিকনিক স্পটও।
advertisement
4/6
এই সমস্ত কিছুর মাঝেই পর্যটকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমডাঙা থানার উদ্যোগে স্থায়ী পুলিশ কিয়স্ক চালু করা হল। এই কিয়স্কে প্রতিদিন সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত পুলিশ ও অন্যান্য কর্মীরা থাকবেন। পাশাপাশি এলাকায় নিয়মিত পুলিশ পেট্রলিং চলবে। ভিড়ের পরিমাণ অনুযায়ী কিয়স্কে পুলিশের সংখ্যা কমানো বা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
advertisement
5/6
রাতের সময়েও বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। জানা গিয়েছে, এই কিয়স্কে সোলার বিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনাও করেছে পুলিশ প্রশাসন। এদিন আনুষ্ঠানিকভাবে এই পুলিশ কিয়স্কের উদ্বোধন করেন বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায়, বারাসতের এসডিপিও আজিঙ্কে বিদ্যাগর আনন্ত, ব্লক প্রশাসনের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
advertisement
6/6
অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান, শীতের মরশুমে বর্তির বিলে প্রচুর পর্যটক আসেন। থানা থেকে জায়গাটি কিছুটা দূরে হওয়ায় পর্যটকদের নিরাপত্তা আরও মজবুত করতে এই পুলিশ কিয়স্ক চালু করা হল। এতে আগামী দিনে পর্যটকদের সুরক্ষা আরও নিশ্চিত হবে। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: প্রি-ওয়েডিং হোক কিংবা ভ্রমণে একনম্বর পছন্দ বর্তির বিল! পর্যটকদের নিরাপত্তায় এবার চালু স্থায়ী পুলিশ কিয়স্ক, মিলবে নানা সুবিধা