TRENDING:

হালিশহর-কাঁচরাপাড়ার মুকুটে নয়া পালক! বিশেষ স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশন দফতর 

Last Updated:
ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার পেল এই বিশেষ স্বীকৃতি
advertisement
1/5
হালিশহর-কাঁচরাপাড়ার মুকুটে নয়া পালক! বিশেষ স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশন দফতর 
<strong>উত্তর ২৪ পরগনা, শুভজিৎ সরকারঃ</strong> উন্মুক্ত শৌচমুক্ত শহর। ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার পেল এই বিশেষ স্বীকৃতি। কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশন দফতর থেকে এই দুই শহরকে দেওয়া হয়েছে উন্মুক্ত শৌচমুক্ত (ODF Plus) সার্টিফিকেট।
advertisement
2/5
শহর দু'টিকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার জন্য পৌরসভাগুলির পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। হালিশহরে তৈরি হয়েছে আধুনিক শৌচাগার ও পাবলিক টয়লেট। শহর সাজানোর জন্য নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, আমরা হালিশহরকে সুন্দর করে সাজাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। স্বচ্ছ ভারত মিশনের প্রতিনিধিরা তা দেখে খুশি হয়েছেন এবং আমাদের এই সার্টিফিকেট দিয়েছেন। (ছবি ও তথ্যঃ শুভজিৎ সরকার)
advertisement
3/5
অন্যদিকে রেলশহর কাঁচরাপাড়াতেও পৌরসভার উদ্যোগে বড় পরিবর্তন এসেছে। স্টেশন থেকে গান্ধী মোড় পর্যন্ত বাজার অঞ্চলকে সুন্দর করে সাজানো হচ্ছে। শৌচাগার নির্মাণ, পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা ও সচেতনতামূলক বোর্ড লাগানো হয়েছে। কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, এই সার্টিফিকেট আমাদের কাছে অত্যন্ত সম্মানের। (ছবি ও তথ্যঃ শুভজিৎ সরকার)
advertisement
4/5
উল্লেখযোগ্যভাবে, কাঁচরাপাড়া মার্কেট শিয়ালদহের পর অন্যতম বড় বাজার হিসেবে পরিচিত। ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে সেখানে পরিকাঠামো উন্নত করার কাজ চলছে। (ছবি ও তথ্যঃ শুভজিৎ সরকার)
advertisement
5/5
পরিচ্ছন্নতা ও স্বচ্ছতায় অগ্রণী শহর হিসেবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই দুই শহরের মুকুটে জুড়ল নয়া পালক। এবার সরকারি স্বীকৃতি পেল হালিশহর ও কাঁচরাপাড়া। (ছবি ও তথ্যঃ শুভজিৎ সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
হালিশহর-কাঁচরাপাড়ার মুকুটে নয়া পালক! বিশেষ স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশন দফতর 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল