হাতে-পায়ে চুলকানি, ঘা, জ্বর! জমা জলই রোগের আঁতুড়ঘর, হাবরায় সাংঘাতিক পরিস্থিতি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
ছোট থেকে বড় সকলের মধ্যেই বাড়ছে রোগের প্রাদুর্ভাব। চিকিৎসার সুবিধাও ঠিক মতো পাচ্ছেন না দুর্গত পরিবারগুলি।
advertisement
1/6

<strong>হাবরা, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়:</strong> বর্ষার টানা বৃষ্টিতে জলবন্দি হাবরার বিস্তীর্ণ এলাকা। এখনও নামেনি জল। জমে থাকা জলে এক প্রকার বন্দি অবস্থায় জীবন কাটাচ্ছেন প্রায় সাড়ে চারশো পরিবার।
advertisement
2/6
রাস্তাঘাট তো বটেই, ঘরবাড়ির আশেপাশেও হাঁটু জল জমে থাকায় ভোগান্তির শেষ নেই অসহায় স্থানীয় বাসিন্দাদের। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
3/6
জল পেরিয়েই প্রতিদিন স্কুল-কলেজ, বাজার বা জরুরি প্রয়োজনে যেতে হচ্ছে এলাকার মানুষকে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
4/6
এই জলে থেকেই ছড়াচ্ছে নানান অসুখ-বিসুখ। চুলকানি, ঘা, জ্বরের মতো সমস্যা। ছোট থেকে বড় সকলের মধ্যেই বাড়ছে রোগের প্রাদুর্ভাব। চিকিৎসার সুবিধাও ঠিক মতো পাচ্ছেন না দুর্গত পরিবারগুলি। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
5/6
এদিন এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় জনপ্রতিনিধি দুর্গতদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন। কিন্তু সেখানে বাসিন্দাদের দাবি একটাই, ত্রাণ নয়, জল যন্ত্রণার স্থায়ী সমাধান চাই। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
6/6
দীর্ঘদিনের এই জল যন্ত্রণার কষ্টে নাজেহাল মানুষদের প্রশ্ন, প্রশাসনের হস্তক্ষেপে কবে মিলবে এই ভোগান্তি থেকে মুক্তি! অসহায়, দুর্গত এই জলবন্দি মানুষদের চোখে এখন সেই দিনেরই অপেক্ষা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
হাতে-পায়ে চুলকানি, ঘা, জ্বর! জমা জলই রোগের আঁতুড়ঘর, হাবরায় সাংঘাতিক পরিস্থিতি