TRENDING:

Naihati Baro Maa: ৪ হাজার কেজির পোলাও ভোগ, অন্নকূটে নৈহাটির বড়মার প্রসাদে আর কী কী থাকছে? উপচে পড়ছে ভক্তদের ঢল

Last Updated:
Naihati Baro Maa: চার হাজার কেজির ভোগ প্রসাদে চলছে নৈহাটির বড় মা কালীর অন্নকূট উৎসব। এর সঙ্গে থাকছে, আলুর দম, পাঁচরকম ভাজা, চাটনি, পায়েস ও মিষ্টান্ন। পুজো শেষে হবে ভোগ বিতরণ। প্রায় লক্ষাধিক ভক্তসমাগম ঘটবে বলেই অনুমান মন্দির কমিটির।
advertisement
1/6
৪ হাজার কেজির পোলাও ভোগ, অন্নকূটে নৈহাটির বড়মার প্রসাদে আর কী কী থাকছে? জেনে নিন
নৈহাটির বড় মা কালীর মন্দিরে অন্নকূট অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। চার হাজার কেজির ভোগ নিবেদন করা হবে বড় মা-কে। ধর্ম হোক যার যার, বড় মা সবার।
advertisement
2/6
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে নৈহাটির বড় মা কালীকে নিয়ে রয়েছে আলাদা ভক্তি, উন্মাদনা। বড়মার ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে জেলা রাজ্য দেশ এমনকি বিদেশেও। এবার তাই ৪০০০ কেজির পোলাও ভোগ দিয়ে নৈহাটির বড় মা-র অন্নকূট মহোৎসব পালিত হচ্ছে।
advertisement
3/6
টানা বেশ কয়েকদিনের প্রচণ্ড দাবদাহ কাটিয়ে জেলায় আগের রাতে স্বস্তির বৃষ্টি নামতেই, পারদ কিছুটা নিচে। সকাল থেকেই রোদকে উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হচ্ছেন এই উৎসব উপলক্ষে।
advertisement
4/6
কড়া পুলিশই নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে অন্নকূট অনুষ্ঠান উপলক্ষে। দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের মা কে উৎসর্গ করা অর্থেই হয় এদিনের অন্নকূট উৎসব। উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর এলাকা। গরমের কথা মাথায় রেখে মন্দিরের সামনে সুবিশাল ছাউনি তৈরি করা হয়েছে ভক্তদের জন্য।
advertisement
5/6
এছাড়াও রাখা হয়েছে এয়ার কুলার পাখা থেকে ভক্তদের জন্য ওআরএস-এর ব্যবস্থা। নিষ্ঠার সঙ্গে রীতি মেনে হয় এই পুজো। বেলা ১১ টা থেকে দুটো পর্যন্ত চলে বিশেষ পুজো। মা-র সামনেই সাজিয়ে দেওয়া হয় চার হাজার কেজির পোলাও ভোগ।
advertisement
6/6
এর সঙ্গে থাকছে, আলুর দম, পাঁচরকম ভাজা, চাটনি, পায়েস ও মিষ্টান্ন। পুজো শেষে হবে ভোগ বিতরণ। প্রায় লক্ষাধিক ভক্তসমাগম ঘটবে বলেই অনুমান মন্দির কমিটির। অন্নকূট উৎসব ঘিরে তাই নৈহাটির বড়মার মন্দির চত্বরে যেন উৎসবের মেজাজ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Naihati Baro Maa: ৪ হাজার কেজির পোলাও ভোগ, অন্নকূটে নৈহাটির বড়মার প্রসাদে আর কী কী থাকছে? উপচে পড়ছে ভক্তদের ঢল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল