TRENDING:

North 24 Parganas News: অল্প খরচে ঘর সাজানোর দারুণ সুযোগ! নিউটাউনে শুরু হস্তশিল্প মেলা, কতদিন চলবে, কী কী পাওয়া যাচ্ছে জানুন

Last Updated:
North 24 Parganas News: রংবেরঙের ছৌয়ের মুখোশ থেকে পটচিত্র, মেলায় সব মিলছে। মাঠের একদিকে রয়েছে ডোকরা শিল্প, অন্যদিকে বাঁশের কাজের নানা জিনিস। বেত, কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালি, বালুচরি শাড়ি সবই পাওয়া যাচ্ছে। মেলা কতক্ষণ খোলা থাকে, নিউটাউনের কোথায় বসেছে জেনে নিন।
advertisement
1/7
অল্প খরচে ঘর সাজানোর দারুণ সুযোগ! নিউটাউনে শুরু হয়ে গেল হস্তশিল্প মেলা
শীতের শুরুতেই নিউটাউনে শুরু হয়ে গেল হস্তশিল্প মেলা। সিটি স্কোয়ার গ্রাউন্ডে আয়োজিত এই মেলায় প্রথম দিন থেকেই উৎসাহী মানুষের ভিড় চোখে পড়ছে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/7
রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাঁদের তৈরি নানা কারুকার্য, পোশাক, অলঙ্কার, মাটির পুতুল, বাঁশ-বেতের সামগ্রী এবং গৃহসজ্জার নানা দ্রব্য নিয়ে এই মেলায় হাজির হয়েছেন।
advertisement
3/7
এই মেলা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। স্থানীয় শিল্পী ও কারিগরদের বাজার সম্প্রসারণের উদ্দেশেই এই মেলার আয়োজন। বাংলার কারুশিল্পের পরিচিতি এর ফলে অনেকাংশই বাড়বে বলে আশা করা যাচ্ছে।
advertisement
4/7
দুপুর ১টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই মেলা খোলা থাকছে। রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও সিটি স্কোয়ার গ্রাউন্ডে এই শীতকালীন হস্তশিল্প মেলা বসেছে।
advertisement
5/7
হাতে তৈরি জিনিসপত্র দিয়ে যারা ঘর সাজাতে ভালবাসেন, তাঁরা একবার হলেও এই হস্তশিল্প মেলায় ঢুঁ মারতে পারেন। মেলায় এলে দেখা যাবে কী নেই এখানে! বাংলার প্রতিটি জেলার শিল্প তথা হাতের কাজের জিনিস মেলা প্রাঙ্গনে স্থান পেয়েছে।
advertisement
6/7
রংবেরঙের ছৌয়ের মুখোশ থেকে পটচিত্র, মেলায় সব মিলছে। মাঠের একদিকে রয়েছে ডোকরা শিল্প, অন্যদিকে বাঁশের কাজের নানা জিনিস। বেত, কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালি, বালুচরি শাড়ি সবই পাওয়া যাচ্ছে। তাই দুপুরের পর থেকেই জমছে ভিড়।
advertisement
7/7
পুরুলিয়ার ছৌ শিল্প, বর্ধমানের ডোকরা, পূর্ব মেদিনীপুরের পটচিত্র, মুর্শিদাবাদের সিল্ক, দার্জিলিংয়ের উলের তৈরি জামা-মাফলারের সম্ভার নিয়েও হাজির হয়েছেন বিক্রেতারা। ব্যবসা ভালই হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: অল্প খরচে ঘর সাজানোর দারুণ সুযোগ! নিউটাউনে শুরু হস্তশিল্প মেলা, কতদিন চলবে, কী কী পাওয়া যাচ্ছে জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল