Raghu Dakat Kali: রঘু ডাকাতের আরাধ্য দেবী কীভাবে নাম পেলেন হারমোনিয়াম বাবার কালী! কালীপুজোর আগে জানুন জাগ্রত 'এই' মন্দিরের ইতিহাস
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
কুখ্যাত রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত ৫০০ বছরের অধিক প্রাচীন বাবুব্লকের ডাকাত কালীবাড়ি। কথিত আছে, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলার প্রায় সর্বত্রই ডাকাতদের আস্তানা ছিল।
advertisement
1/6

জেলার কাঁচড়াপাড়া বনগাঁ রোডে অবস্থিত কুখ্যাত রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত ৫০০ বছরের অধিক প্রাচীন বাবুব্লকের ডাকাত কালীবাড়ি। কথিত আছে, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলার প্রায় সর্বত্রই ডাকাতদের আস্তানা ছিল। তারই মধ্যে জঙ্গলে ঘেরা কাঁচড়াপাড়ার তৎকালীন এই স্থানে ছিল ডাকাত সর্দার রঘু ডাকাত ও তার সাগরেদদের মুক্তাঞ্চল। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
জানা যায়, এখানেই নিম গাছের নীচে ছিল সেই রঘু ডাকাতের আরাধ্যা কালীর স্থান। ডাকাতিতে বেড়ানোর পূর্বে, মায়ের থানে সিঁদুর-চন্দন নিবেদন করে পুজো দিতেন গোটা ডাকাত দল। তবে কালের নিয়মে বদলেছে সেই সময়। পরবর্তীতে জঙ্গলে ঢাকা পড়ে যায় গোটা এলাকা।
advertisement
3/6
জানা যায়, এরপর ঊনবিংশ শতাব্দীর ছয়ের দশকের শেষের দিকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে এক পন্ডিত ব্রাহ্মণ এই স্থানে আসেন। জঙ্গল পরিষ্কার করে এখানেই আস্থানা গাড়েন তিনি। দিনের বেলায় পন্ডিত ব্রাহ্মণ গান গেয়ে সময় কাটাতেন। স্থানীয়রা তাঁর গানে মুগ্ধ হয়ে তাঁকে একটি হারমোনিয়াম উপহার দিয়েছিলেন।
advertisement
4/6
পরবর্তীকালে বাবু ব্লকের সেই হারমোনিয়াম বাবা ডাকাত কালীর থান সংস্কার করে তামার ফলকে দক্ষিণাকালির মূর্তি খোদাই করেন। এলাকার মানুষজনের সহায়তায় এরপর হারমোনিয়াম বাবার উদ্যোগে কালী মন্দির ও তার দু'পাশে রামসীতার ও বজরংবলির মন্দির গড়ে তোলেন। সেই থেকে এখানে দেবীর নিত্য পুজো হয়।
advertisement
5/6
তাছাড়া কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এখানে উৎসব হয়। লোক মুখে শোনা যায় দেবী এখানে জাগ্রত। মার কাছে কিছু চাইলে তা মা ভক্তদের দিয়ে থাকেন। আর তাই ভক্তদের খুশি হওয়া অনুদানে আজও টিকে রয়েছে রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত এই বাবু ব্লকের হারমোনিয়াম বাবার কালীবাড়ি।
advertisement
6/6
মনস্কামনা পূরণের জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসেন। যদিও ডাকাত সর্দারের এই আস্তানা থেকে বেরোনর গুপ্ত সুরঙ্গ পথ নিয়ে আজও রয়ে গিয়েছে ধোঁয়াশা। তবে জাগ্রত এই কালীমন্দিরকে ঘিরে প্রতিবছরই কালীপুজোয় উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Raghu Dakat Kali: রঘু ডাকাতের আরাধ্য দেবী কীভাবে নাম পেলেন হারমোনিয়াম বাবার কালী! কালীপুজোর আগে জানুন জাগ্রত 'এই' মন্দিরের ইতিহাস