TRENDING:

North 24 Parganas News: পৌষমেলার পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা শুরু, বাণীপুর লোকউৎসবে ১৫০০ স্টল! বছর শেষে উৎসবের মুডে হাবড়া

Last Updated:
North 24 Parganas Banipur Folk Festival: হাবড়ায় শুরু হল ৭০'তম বাণীপুর লোকউৎসব মেলা। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলায় প্রায় ১৫০০টি স্টল বসেছে। সর্বক্ষণ কড়া নজরদারি চালানো হচ্ছে বারাসাত জেলা পুলিশ ও জেলা প্রশাসনের তরফে।
advertisement
1/6
পৌষমেলার পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা শুরু হাবড়ায়! বাণীপুর লোকউৎসবে ১৫০০ স্টল
হাবড়ায় শুরু হল ৭০'তম বাণীপুর লোকউৎসব মেলা। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই লোক উৎসব মেলায় প্রথম দিনই মানুষের ঢল নামল। বিপুল মানুষের সমাগমকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নানা সচেতনতা কর্মসূচিও গ্রহণ করা হয়েছে বারাসাত জেলা পুলিশ ও জেলা প্রশাসনের তরফে। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
এ বছর বাণীপুর লোক উৎসব মেলায় প্রায় ১৫০০টি স্টল বসেছে। মেলার একাধিক মঞ্চে প্রতিদিনই লোকসংস্কৃতিকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের অংশগ্রহণে লোকগান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবের চেহারা নিয়েছে মেলা প্রাঙ্গণ।
advertisement
3/6
মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেলার বিভিন্ন প্রান্তে ৬২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন রাখা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
advertisement
4/6
মহিলা নিরাপত্তার জন্য বিশেষভাবে রাখা হয়েছে পিঙ্ক ভ্যান, উইনার্স বাহিনী এবং অতিরিক্ত পুলিশ কর্মী। বাণীপুর মেলায় প্রতি বছরের মত এ বছরও বিশেষ প্রদর্শনী মানুষের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মেলা প্রাঙ্গণের গাছ থেকে শুরু করে সেলফি জোন সবেতেই বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
5/6
হাতের কাজ, কারুশিল্প-সহ পেট পুজোর আয়োজনও রয়েছে মেলার নানা প্রান্তে। বিনোদন মূলক নানা জয় রাইডও রয়েছে এই মেলায়। সব মিলিয়ে বছর শেষের মেলার আনন্দে মেতে উঠেছেন হাবরা-সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন।
advertisement
6/6
মেলা প্রসঙ্গে হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, প্রায় তিন কিলোমিটার বর্ণাঢ্য রেলির মধ্যে দিয়ে ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে এ বছরের ঐতিহ্যবাহী বাণীপুর মেলার সূচনা হল। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পৌষমেলার পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা শুরু, বাণীপুর লোকউৎসবে ১৫০০ স্টল! বছর শেষে উৎসবের মুডে হাবড়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল