Gandhi Memorial Museum: গান্ধিজির সামগ্রি, চিঠি, নথি! সব এক ছাদের তলায়! মাত্র ১০ টাকা খরচ করেই পেতে পারেন 'অমূল্য দর্শন'
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Gandhi Memorial Museum: গান্ধি মেমোরিয়াল মিউজিয়াম সংগ্রহশালাটি শুধু ইতিহাসপ্রেমী নয়, শিক্ষার্থী ও গবেষকদের কাছেও এক বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে কয়েক দশক ধরে।
advertisement
1/5

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে গঙ্গার তীর ঘেঁষা গান্ধি মেমোরিয়াল মিউজিয়াম সংগ্রহশালাটি শুধু ইতিহাসপ্রেমী নয়, শিক্ষার্থী ও গবেষকদের কাছেও এক বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে কয়েক দশক ধরে।
advertisement
2/5
১৯৬১ সালে গান্ধি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে যাত্রা শুরু করে এই সংগ্রহশালাটি। মিউজিয়ামের ভিতরে রয়েছে গান্ধিজির ব্যবহার করা বহু ব্যক্তিগত সামগ্রী, চিঠিপত্র, দুষ্প্রাপ্য নথিপত্র এবং তাঁর জীবনের উপর ভিত্তি করে তৈরি নানা প্রদর্শনী।
advertisement
3/5
দর্শনার্থীরা এখানে এসে কেবল চাক্ষুষ অভিজ্ঞতাই লাভ করেন না, বরং অনুভব করেন গান্ধিজীর ‘সত্য ও অহিংসা’-র চিরকালীন প্রাসঙ্গিকতা। সংগ্রহশালায় আধুনিক পরিকাঠামোতে রয়েছে লাইব্রেরি, সেমিনার হল, অডিটোরিয়াম এবং ডিজিটাল গ্যালারিও।
advertisement
4/5
প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে, শুধুমাত্র বুধবার বন্ধ থাকে। প্রবেশমূল্য ১০ টাকা, বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা। ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে মাত্র পাঁচ টাকা টিকিট নেওয়া হয়। তবে ব্যারাকপুরের ইতিহাস তুলে ধরে বিশেষ অডিও ভিস্যুয়াল শো এর জন্য রয়েছে, মাত্র ১০ টাকা টিকিট।
advertisement
5/5
মিউজিয়ামটিতে পৌঁছনোও বেশ সহজ। ব্যারাকপুর রেলস্টেশন থেকে অটো অথবা টোটোতে পৌঁছে যাওয়া যায় সরাসরি। ফেরি পরিষেবা ব্যবহার করেও যাওয়া সম্ভব। গঙ্গার ধারে সবুজে ঘেরা পরিবেশে অবস্থিত মিউজিয়ামটি শান্তিপূর্ণ পরিবেশে গান্ধিজীর দর্শনের সঙ্গে একাত্ম হতে সাহায্য করে দর্শনার্থীদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gandhi Memorial Museum: গান্ধিজির সামগ্রি, চিঠি, নথি! সব এক ছাদের তলায়! মাত্র ১০ টাকা খরচ করেই পেতে পারেন 'অমূল্য দর্শন'