Nolen Gur: নলেন গুড় কেন মাটির পাত্রেই রাখা হয় জানেন? কারণ শুনলে চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Nolen Gur: রস সংগ্রহ করে এনে তা জাল দেওয়ার আগে পর্যন্ত মাটির পাত্রে রেখে দেওয়া হয়। কিন্তু কেন?
advertisement
1/5

খেজুর গুড় খেতে যেমন সুস্বাদু, তেমনি উপকারী। কিন্তু এই খেজুর গুড় তৈরি অথবা সংরক্ষণে কেন মাটির কলস ব্যবহার করা হয় জানেন? (রিপোর্টার-- নয়ন ঘোষ)
advertisement
2/5
গুড় বিক্রেতারা বলছেন, খেজুর রস সংগ্রহের জন্য মাটির হাঁড়ি ব্যবহার করা হয়। কারণ মাটির হাঁড়িতে খেজুর রস সংগ্রহ করলে, সেই রস মজে ওঠে দ্রুত।
advertisement
3/5
আবার রস সংগ্রহ করে এনে তা জাল দেওয়ার আগে পর্যন্ত মাটির পাত্রে রেখে দেওয়া হয়। গুড় প্রস্তুতকারকরা বলছেন, এতে খেজুর রস অনেকক্ষণ পর্যন্ত ভাল থাকে।
advertisement
4/5
আবার খেজুর গুড় তৈরি হয়ে গেলেও, সেটি মাটির কলসিতে রাখা হয়। কারণ প্লাস্টিকের পাত্রে রাখার থেকে মাটির পাত্রে রাখলে এই গুড় অনেক বেশি দিন ভাল থাকে।
advertisement
5/5
যদিও প্লাস্টিকের পাত্রের দাম কম। পাওয়া যায় সহজে।রাখাও সহজ। তবুও গুড়ের স্বাদ, মান ভাল রাখতে আজও গুড় প্রস্তুতকারকরা মাটির পাত্রের উপরেই ভরসা রাখছেন। (রিপোর্টার-- নয়ন ঘোষ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nolen Gur: নলেন গুড় কেন মাটির পাত্রেই রাখা হয় জানেন? কারণ শুনলে চমকে যাবেন