Newtown: রাত বাড়লেই নিউটাউনে আতঙ্কের ডাক! কে ডাকছে জানেন? ভয়ে কুঁকড়ে কোটি কোটি টাকার ফ্ল্যাটের বাসিন্দারা
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Newtown: নিউটাউনে রাতে এ কীসের ডাক? কী হচ্ছে? বিরাট আতঙ্ক ছড়াল একালায়।
advertisement
1/6

চারদিকে আকাশছোঁয়া অট্টালিকা। সন্ধ্যা নামলেই ঝাঁচকচকে আলোয় মুড়ে যাচ্ছে শহর। নিশুত রাতেও শহরের রাস্তায় ছুটে চলেছে গাড়ি। কলকাতার আধুনিক এই শহর নিউটাউনের রাস্তায় বেড়েছে শিয়ালের দাপাদাপি!
advertisement
2/6
বিভিন্ন ব্লকের গলি রাস্তাতে দল বেঁধে ঢুকে পড়ছে শিয়ালের দল। আর তাই এই দৃশ্য যেন ভয় ধরাচ্ছে ফ্ল্যাটবাসীদের
advertisement
3/6
আবাসিকদের অনেকের বক্তব্য, নিশুত রাতে শিয়ালের হুক্কাহুয়া আওয়াজে রীতিমতো ঘুম উড়ছে। আবাসনের পাঁচিল টপকেও ঢুকে পড়ে মানুষকে ভয় ধরাচ্ছে শিয়ালের দল
advertisement
4/6
গ্রামীণ রাজারহাটের একাংশ জলাভূমি বুজিয়ে ও জঞ্জাল কেটে তৈরি নিউটাউন শহর। বর্তমানে শহরের সিংহভাগ এলাকা পঞ্চায়েতের আওতায়। আধুনিক এই শহরের চারপাশে রাজারহাট পঞ্চায়েত এলাকা। কলকাতার উপকণ্ঠে নগরোন্নয়নের স্বার্থে গ্রামীণ রাজারহাটের কিছু জঞ্জাল কেটে তৈরি হয় কংক্রিটের নিউটাউন
advertisement
5/6
এখনও ক্রমশ বেড়ে চলেছে শহর। বিশেষজ্ঞদের মতে, শহরের অগ্রগতির জন্য চরম বিপাকে পড়ছে শিয়াল, সাপ, বেজি প্রভৃতি প্রাণী। ফলে খাবারের খোঁজেই বন্যপ্রাণীরা সহজে ঢুকে পড়ছে নিউটাউন শহরের আবাসনের ভিতর
advertisement
6/6
তবে বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে। চোখ কান খোলা রেখে একটু সজাগ হয়ে চলাফেরা করার কথাই বলা হচ্ছে শিয়াল আতঙ্ক থেকে বাঁচতে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Newtown: রাত বাড়লেই নিউটাউনে আতঙ্কের ডাক! কে ডাকছে জানেন? ভয়ে কুঁকড়ে কোটি কোটি টাকার ফ্ল্যাটের বাসিন্দারা