Dasabhuja: পাশে পাননি বাবা-মাকে, পড়াশুনার জেদ এগিয়ে নিয়ে গিয়েছে অনেক দূর, গ্রামের মেয়ে জুলেখার লড়াইকে কুর্ণিশ, নিউজ 18 বাংলার দশভুজা সম্মান
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ নেই বহু বছর হয়ে গেল। জুলেখা জানেন, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা মানেই বিয়ে নিয়ে চাপ।
advertisement
1/5

লড়াইটা শুরু হয়েছিল ক্লাস সেভেন থেকে। মুর্শিদাবাদের নবগ্রামের জুলেখাকে বাড়ি থেকে বলা হল, এর চেয়ে বেশি পড়াশোনা করে কী হবে? মেয়ে তো, এবার বিয়ে করার সময়। রাজি হননি জুলেখা খাতুন। পড়াশোনা চালিয়ে যাওয়ার জেদ নিয়ে বাড়ি ছেড়ে সোজা চলে গিয়েছিলেন স্কুলে।
advertisement
2/5
মাধ্যমিক পরীক্ষা দেন স্কুলের বায়োলজি ল্যাবে থেকে। তাঁর স্বপ্ন ছিল ভাল করে পড়াশোনা করার, স্বাবলম্বী হয়ে মাথা উঁচু করে বাঁচার।
advertisement
3/5
বাবা-মাকে রাজি করাতে পারেননি। তবে পাশে পেয়েছিলেন স্কুলের শিক্ষকদের এবং বিডিও-কে। তাঁদেরই হস্তক্ষেপে একটি সরকারি হোমে থাকার ব্যবস্থা হয় জুলেখার। উচ্চ মাধ্যমিকের পর রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন জুলেখা।
advertisement
4/5
বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ নেই বহু বছর হয়ে গেল। জুলেখা জানেন, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা মানেই বিয়ে নিয়ে চাপ। জুলেখা বিশ্বাস করেন, আগে নিজের পরিচয় তৈরি করা, তারপর বিয়ে।
advertisement
5/5
মা-বাবাকে তাঁর স্বপ্নের কথা বোঝাতে না পারার কষ্ট রয়েছে। তবুও মুর্শিদাবাদের জুলেখা পড়াশোনা চালিয়ে যাওয়ার লড়াইটা ছাড়েননি। জুলেখা অনুপ্রেরণা হোক আরও অনেকের। ‘দশভুজা’ জুলেখা খাতুনকে নিউজ18 বাংলার শুভেচ্ছা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Dasabhuja: পাশে পাননি বাবা-মাকে, পড়াশুনার জেদ এগিয়ে নিয়ে গিয়েছে অনেক দূর, গ্রামের মেয়ে জুলেখার লড়াইকে কুর্ণিশ, নিউজ 18 বাংলার দশভুজা সম্মান