New Train: অবশেষে দাবি পূরণ, নতুন ট্রেন শুরু 'এই' ব্যস্ত রুটে, নিত্যযাত্রীদের উচ্ছ্বাস, এবার যাতায়াত হবে আরও 'জলদি'
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
সাধারণ নিত্যযাত্রীদের আনন্দ এবং উচ্ছ্বাস ছিল একদম চোখে পড়ার মতো। দিনরাত এক করে আন্দোলন করার পর সেই আন্দোলনের সফলতা দেখতে পেয়ে খুশি সকলে।
advertisement
1/5

দীর্ঘদিন আন্দোলনে পরিপ্রেক্ষিতে সোমবার কাটোয়া আমোদপুর রুটে চালু হল নতুন EMU ট্রেন। উৎসবের মেজাজে মাতলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে আন্দোলন এবং ধারাবাহিকভাবে একের পর এক স্মারকলিপি জমা দেওয়ার ফলস্বরূপ অবশেষে নতুন ট্রেন চালু হল। আমোদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা দীর্ঘদিন ধরেই এই ট্রেন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
পূর্ব রেলে তরফ থেকে দেওয়া নতুন ট্রেন কীর্নাহার ও লাভপুর আসতেই স্টেশনে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা ঢাকঢোল বাজিয়ে শঙ্খ ধ্বনি দিয়ে ফুলের মালা পরিয়ে ট্রেনটিকে বরণ করেন। সাধারণ নিত্যযাত্রীদের আনন্দ এবং উচ্ছ্বাস ছিল একদম চোখে পড়ার মতো। দিনরাত এক করে আন্দোলন করার পর সেই আন্দোলনের সফলতা দেখতে পেয়ে খুশি সকলে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
পূর্ব রেলের হাওড়া ডিভিশন এর তরফ থেকে জানা গেছে ট্রেনটি ছাড়বে কাটোয়া থেকে বিকেল ৩:৫০ মিনিটে আবার অপরদিকে আমোদপুর পৌঁছাবে বিকেল ৫ঃ১৫ মিনিটে এবং আমোদপুর থেকে ছাড়বে বিকেল ৫:৩০ মিনিটে এবং সেই ট্রেনটি আবার কাটোয়া পৌঁছাবে সন্ধ্যা ৬:৫০ মিনিটে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
এলাকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই ট্রেনটি চালু হওয়ার ফলে স্কুল-কলেজের ছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। অন্যদিকে আমোদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন জানান এই ট্রেনটি পাওয়াতে তাঁরা অত্যন্ত খুশি, তবে তাদের আসল যে দাবি সেই দাবি আজও পূরণ হয়নি।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
তাদের দাবি এই এলাকায় কম থেকে পক্ষে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষের বসবাস। চারটি বিধানসভা ও তিনটি লোকসভার মানুষকে ট্রেন ধরতে যেতে হয় বোলপুর শান্তিনিকেতন আমোদপুর জংশন অথবা কাটোয়া জংশন। তাই দেশের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর কাছে আবেদন সকাল ও সন্ধ্যার দিকে একটি কলকাতা যাওয়ার এবং আসার জন্য ট্রেন দেওয়া হোক। তাতে নিত্যযাত্রীদের যেমন সুবিধা হবে ঠিক তেমনি রেলের আয় বৃদ্ধি হবে।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
New Train: অবশেষে দাবি পূরণ, নতুন ট্রেন শুরু 'এই' ব্যস্ত রুটে, নিত্যযাত্রীদের উচ্ছ্বাস, এবার যাতায়াত হবে আরও 'জলদি'