South Indian Food: অল্প দামে দক্ষিণ ভারতীয় খাবারের নতুন ঠিকানা! ধোসার ভ্যারাইটি দেখলে মাথা ঘুরবে
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
West Bardhaman News: দক্ষিণ ভারতীয় খাবারের একটি রেস্তোরাঁ। যেখানে মশলা ধোসা, প্লেন ধোসা, মহীশূর ধোসা সহ পাবেন দক্ষিণ ভারতের খাবারের খনি।
advertisement
1/5

দুর্গাপুরে দক্ষিণ ভারতীয় খাবারের নতুন ঠিকানা। এক ছাদের তলায় পেয়ে যাবেন নানা রকমের ধোসা। এছাড়াও অন্যান্য রয়েছে দক্ষিণ ভারতীয় খাবারের খনি।
advertisement
2/5
দুর্গাপুরের সগরভাঙ্গায় শুরু হয়েছে দক্ষিণ ভারতীয় খাবারের একটি রেস্তোরাঁ। যেখানে মশলা ধোসা, প্লেন ধোসা, মহীশূর ধোসা সহ নানা রকম দক্ষিণ ভারতীয় খাবার রয়েছে।
advertisement
3/5
তবে এই রেস্তোরাঁয় মহীশূর ধোসা সবথেকে বেশি জনপ্রিয়। নানারকম মশলার সঙ্গে নারকেলের চাটনি। বারবার কাছে ডাকছে ধোসা প্রেমীদের।
advertisement
4/5
ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার। সবসময়য়ের জন্যই দক্ষিণ ভারতীয় খাবারের নানান সম্ভার রয়েছে এই রেস্তোরাঁর কাছে। ফলে সকাল, দুপুর, বিকেল যেকোনও সময় এখানে আপনি যেতে পারেন।
advertisement
5/5
সাজানো গোছানো এই রেস্তোরাঁয় খাবারের দামও সাধ্যের মধ্যে। মূলত ৯০ টাকা থেকে ধোসার দাম শুরু হচ্ছে। মহীশূর ধোসার দাম রয়েছে নাগালের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Indian Food: অল্প দামে দক্ষিণ ভারতীয় খাবারের নতুন ঠিকানা! ধোসার ভ্যারাইটি দেখলে মাথা ঘুরবে