TRENDING:

Vande Bharat: বনগাঁ-দিঘা বন্দে ভারত! কোন রুটে ছুটবে ট্রেন? কোন স্টেশনে স্টপেজের প্রস্তাব? জানুন

Last Updated:
Digha-Bangaon Vande Bharat: বনগাঁ থেকে দীঘা বন্দে ভারত। প্রস্তাবিত ট্রেন বনগাঁ থেকে ট্রেন ছাড়ার পর হাবড়া, বারাসত, দমদম, ডানকুনি, পাঁশকুড়া হয়ে দিঘা পৌঁছনোর কথা উল্লেখ করা হয়েছে।
advertisement
1/6
বনগাঁ-দিঘা বন্দে ভারত! কোন রুটে ছুটবে ট্রেন? কোন স্টেশনে স্টপেজের প্রস্তাব?জানুন
*সীমান্ত শহর বনগাঁ থেকে দিঘা বন্দে ভারত! জেলা পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস? সেমি বুলেট ট্রেনের মত হাই স্পিড এই ট্রেন ইতিমধ্যেই চালু করা হয়েছে পশ্চিমবঙ্গে। যাত্রীদেরও সাড়া মিলছে ট্রেনে সফরের জন্য। ফলে রেল মন্ত্রক নতুন নতুন রুটে বন্দে ভারত চালানোর চিন্তা-ভাবনা করছে। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*বাংলাদেশ লাগোয়া সীমান্ত শহর বনগাঁ থেকে দিঘা পর্যন্ত একটি বন্দে ভারত ট্রেন চালানোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা গিয়েছে ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এ ব্যাপারে সরাসরি এই বিশেষ বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার তরফে। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*রেলমন্ত্রীকে জানিয়েছেন, এশিয়ার সর্ববৃহৎ ল্যান্ডপোর্ট পেট্রাপোল। এই সীমান্ত দিয়ে স্থলপথে বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতে আসেন। তাদের মধ্যে অনেকে বেড়াতেও আসেন। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*বনগাঁ, বারাসত, বসিরহাট, ব্যারাকপুর মহকুমা জুড়ে কয়েক লক্ষ মানুষের বসবাস। উত্তর ২৪ পরগণার বহু মানুষ প্রতিনিয়ত দিঘায় বেড়াতে যান। সেইসব পর্যটকদের সুবিধার্থে যদি বনগাঁ থেকে সরাসরি দিঘা পর্যন্ত একটি বন্দে ভারত ট্রেন চালু করা যায়, তাহলে বৃহৎ অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের পর্যটকরাও উপকৃত হবেন। আর এতে লাভবান হবে রেল। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*প্রস্তাবিত ট্রেন বনগাঁ থেকে ট্রেন ছাড়ার পর হাবড়া, বারাসত, দমদম, ডানকুনি, পাঁশকুড়া হয়ে দিঘা পৌঁছনোর কথা উল্লেখ করা হয়েছে। বিধায়ক অশোক কীর্তনীয়া জানান, তাঁর এই প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন রেলমন্ত্রী। এ ব্যাপারে রেলের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে তাঁকে যোগাযোগ রাখার পরামর্শও দিয়েছেন রেলমন্ত্রী। তিনি আশা করছেন দ্রুত এ বিষয়ে সবুজ সংকেত দিতে পারে রেল। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*উল্লেখ্য, অশোক কীর্তনীয়ার প্রস্তাব মতো রেলমন্ত্রক বনগাঁ রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি রেল ওভারব্রিজ তৈরি করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বনগাঁ–দিঘা বন্দে ভারত ট্রেন চালু হলে বনগাঁ-সহ জেলার মানুষের বড় পাওনা হবে বলেও মনে করা হচ্ছে। এখন দেখার, নতুন এই বনগাঁ-দিঘা বন্দে ভারত এক্সপ্রেসের প্রস্তাব কবে বাস্তবায়িত হয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Vande Bharat: বনগাঁ-দিঘা বন্দে ভারত! কোন রুটে ছুটবে ট্রেন? কোন স্টেশনে স্টপেজের প্রস্তাব? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল