TRENDING:

Birbhum News: বিদ্যুৎ দফতরের নাম ভাঙিয়ে সাইবার ফাঁদ! ব্যবসায়ীর তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় তিন লক্ষ টাকা!

Last Updated:
বিশ্বাস করে ব্রজেশ্বরবাবু সেই অ্যাপ ডাউনলোড করতেই বিপদ। মুহূর্তের মধ্যে তাঁর মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায়। তিনি বুঝতে পারেন কিছু একটা গড়বড় হয়েছে।
advertisement
1/5
বিদ্যুৎ দফতরের নাম ভাঙিয়ে সাইবার ফাঁদ! ব্যবসায়ীর তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় তিন লক্ষ টাকা!
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বিদ্যুৎ দফতরের নাম ভাঙিয়ে ফের নতুন প্রতারণা! এবারে শিকার হলেন দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী ব্রজেশ্বর গড়াই। প্রতারকের ফাঁদে পড়ে একসঙ্গে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় তিন লক্ষ টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
2/5
ঘটনাটি ঘটেছে সোমবার। সেদিন দোকানে কাজ করছিলেন ব্রজেশ্বরবাবু। সেই সময় একটি ফোন আসে তাঁর মোবাইলে। অপর প্রান্ত থেকে নিজেকে বিদ্যুৎ দফতরের কর্মী পরিচয় দিয়ে বলা হয়, তাঁর বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তিনি জানান, তিনি আগেই বিল পরিশোধ করেছেন এবং ফোন কেটে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের ফোন আসে একই নম্বর থেকে, এবার বলা হয় বিল সংক্রান্ত সমস্যা মেটাতে একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
বিশ্বাস করে ব্রজেশ্বরবাবু সেই অ্যাপ ডাউনলোড করতেই বিপদ। মুহূর্তের মধ্যে তাঁর মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায়। তিনি বুঝতে পারেন কিছু একটা গড়বড় হয়েছে। তড়িঘড়ি করে ব্যাংকে ছুটে যান তিনি। ব্যাংকে গিয়ে দেখা যায়, তাঁর এবং তাঁর পরিবারের তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা উধাও।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
ব্রজেশ্বর গড়াই বলেন, "ফোনে আমাকে বলা হয়েছিল আমার বিল আপডেট হচ্ছে না। আমি দোকানে ব্যস্ত থাকায় ফোন কেটে দিই। পরে আবার ফোন করে বলে একটা অ্যাপ ডাউনলোড করতে। আমি করতেই দেখি ফোন কালো হয়ে গেল। এরপর একের পর এক তিনটি ব্যাংক থেকে টাকা উধাও।"ঘটনার পরই তিনি সিউড়ির সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
বিশেষজ্ঞদের পরামর্শ, বিদ্যুৎ দফতর, ব্যাংক বা কোন সরকারি দফতর কখনও ফোনে কোন অ্যাপ ডাউনলোড করতে বলে না। এমন ফোন এলে সঙ্গে সঙ্গে কলটি কেটে দিতে হবে, নম্বরটি ব্লক করতে হবে এবং সাইবার থানায় অভিযোগ জানাতে হবে। প্রশাসনের পক্ষ থেকেও আহ্বান "অচেনা নম্বর থেকে ফোনে ব্যক্তিগত বা ব্যাংক তথ্য শেয়ার করবেন না। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বিদ্যুৎ দফতরের নাম ভাঙিয়ে সাইবার ফাঁদ! ব্যবসায়ীর তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় তিন লক্ষ টাকা!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল