Digha: দেখে মনে হবে সবুজ কার্পেট! দিঘার বিচে আসলে মরণফাঁদ, পা দিলেই বিপদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় বছর তিনেক ধরে এই শ্যাওলার সমস্যা তৈরি হয়েছে৷
advertisement
1/8

দেখে মনে হতেই পারে সমুদ্র সৈকতে যেন ঘাস দিয়ে সবুজ কার্পেট পাতা হয়েছে৷ উৎসাহী হয়ে কাছে গিয়ে ছবিও তুলতে যাচ্ছেন অনেক পর্যটক৷ আর তাতেই ঘটে যাচ্ছে ভয়ঙ্কর বিপদ৷
advertisement
2/8
দিঘার সমুদ্র সৈকতে অনেক দিন ধরেই এই শ্যাওলা এই মরণফাঁদ তৈরি হয়েছে৷ দূর থেকেই অনেকেই দেখে বুঝতে পারছেন না৷ কিন্তু কাছে এসে ওই শ্যাওলার উপরে পা রেখে সেলফি অথবা ছবি তুলতে গিয়ে পিছলে গিয়ে আছাড় খাচ্ছেন অনেক পর্যটক৷
advertisement
3/8
ওল্ড দিঘার এক এবং দুই নম্বর ঘাটে সমুদ্র সৈকত ধারে পাথরের ঢালাই করা ঘাটে এই শ্যাওলা তৈরি হয়েছে৷ জোয়ারের সময় ওই শ্যাওলার উপর দিয়ে হাঁটতে গিয়ে সমুদ্রে তলিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে৷
advertisement
4/8
তাছাড়া পড়ে গিয়ে পাথরে ধাক্কা লেগে পর্যটকদের হাত পায়ে চোট, মাথা ফাটার ঘটনাও বহুবার ঘটেছে৷ গতবছর এই শ্যাওলাতেই পা পিছলে পড়ে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ সেই ভিডিও ভাইরালও হয়৷
advertisement
5/8
এই শ্যাওলার মধ্যে আবার লুকনো ঝিনুক কুচিও থাকে৷ যা থেকেও আঘাত পান পর্যটকরা৷ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই দুই ঘাটেই স্নান করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
advertisement
6/8
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় বছর তিনেক ধরে এই শ্যাওলার সমস্যা তৈরি হয়েছে৷ কিন্তু সম্প্রতি শ্যাওলা এমন ভাবে ঘন সবুজ হয়ে ছড়িয়ে পড়েছে যে তা দেখে ঘাস ভেবে ভুল করছেন অনেকেই৷ আর তাতেই ঘটছে বিপদ৷
advertisement
7/8
অভিযোগ, ওই জায়গাটি বিপজ্জনক হয়ে উঠেছে জেনেও নিয়মিত প্রশাসনের পক্ষ থেকে তা পরিষ্কার করা হচ্ছে না৷ এমন কি, পর্যাপ্ত নজরদারিও বা পর্যটকদের সতর্ক করারও উদ্যোগ নেওয়া হয়নি৷
advertisement
8/8
মহকুমা শাসক তথা দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক শৌভিক ভট্টাচার্য স্বীকার করেছেন, ওই জায়গা পর্যটকদের কাছে বিপজ্জনক। শ্যাওলা পরিষ্কার করা হলেও সব সময় পরিষ্কার করা সম্ভব হয়ে উঠছে না। ফলে পর্যটকদের সতর্ক করার উদ্যোগ নেওয়া হবে৷