Netaji Birth Anniversary: নেতাজী এসে বসেছিলেন এই চেয়ারে, আজও সযত্নে সেই স্মৃতি লালন করছেন, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Netaji Birth Anniversary: বাঁকুড়ার এই চেয়ারের গল্প জানলে অবাক হবেন! রয়েছে ৯০ বছরের বৃদ্ধের কাছে,বছরের মাত্র তিনটে দিন এই ঐতিহাসিক বিশেষ চেয়ার সূর্যের আলো দেখতে পায়।
advertisement
1/6

বাঁকুড়ায় রয়েছে একটি কাঠের চেয়ার। এই চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
advertisement
2/6
১৯৪০ সাল থেকে ৯০ বছরের বৃদ্ধ নিরঞ্জন কর্মকার মহাশয় বুকে করে আগলে রেখেছেন একটি কাঠের চেয়ার।
advertisement
3/6
প্রতি বছর স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন পুজো করা হয় এই চেয়ারকে। ক্ষনিকের জন্য বসেছিলেন নেতাজি।
advertisement
4/6
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির দেশুরিয়ায় নিরঞ্জন কর্মকারের বাড়িতে পাওয়া যাবে এই ঐতিহাসিক চেয়ার।
advertisement
5/6
নিরঞ্জন কর্মকার জানান
advertisement
6/6
নিজের চোখেই প্রত্যক্ষ করুন বাঁকুড়ার এই ঐতিহাসিক চেয়ার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Netaji Birth Anniversary: নেতাজী এসে বসেছিলেন এই চেয়ারে, আজও সযত্নে সেই স্মৃতি লালন করছেন, রইল ফটো