Sundarban: সুন্দরবনে বাঘের সংখ্যা গণনায় উদ্যোগী হল বন দফতর, বসছে দেড় হাজার ক্যামেরা, রয়্যাল বেঙ্গলের গতিবিধির সঙ্গে উঠে আসবে জঙ্গলের আরও অজানা তথ্য
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Sundarbans: সুন্দরবনে কতটা বেড়েছে বাঘের সংখ্যা? বাঘের খাবারের যোগান ঠিক কতটা? সেই হিসাব পরিষ্কার করে জানতে নভেম্বরে শুরু হচ্ছে বাঘ গণনার কাজ। গোটা সুন্দরবন জুড়ে মোট ১,৪৮৪টি ক্যামেরা বসানো হবে।
advertisement
1/6

সুন্দরবনে কতটা বেড়েছে বাঘের সংখ্যা? বাঘের খাবারের যোগান ঠিক কতটা? সেই হিসাব পরিষ্কার করে জানতে চলতি মাসেই শুরু হচ্ছে বাঘ গণনার কাজ। গোটা সুন্দরবন জুড়ে মোট ১,৪৮৪টি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
2/6
গোটা সুন্দরবন অর্থাৎ সব মিলিয়ে ৪১০০ বর্গ কিলোমিটার জুড়ে বাঘের গতিবিধি নজরবন্দি করবে এই ক্যামেরা। টানা এক মাসেরও বেশি সময় নিয়ে বাঘের ছবি সংগ্রহ করা হবে। ওই ক্যামেরার মাধ্যমে তবে শুধু বাঘ গণনাই নয় তার সঙ্গে বাঘের গতিবিধি এবং তার খাদ্যের কতটা যোগান আছে তাও পর্যবেক্ষণ করা হবে।
advertisement
3/6
মূলত সুন্দরবন জুড়ে যে সমস্ত প্রাণীদের বাঘ স্বীকার করে যেমন হরিণ বা বুনো শুয়োর বা অন্যান্য জঙ্গলে প্রাণীদের উপস্থিতি কেমন সে বিষয়ের উপরে বিশেষ পর্যালোচনা করা হবে। কারণ মাঝেমধ্যেই খাবারের অভাবে লোকালয়ে চলে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার এই ধারণা সঠিক কিনা তা যাচাই করা হবে।
advertisement
4/6
আর এই সমস্ত গতিবিধি এবং গোটা পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য বন দফতরের তরফ থেকে একটি বিশেষ ধরনের অ্যাপ তৈরি করা হয়েছে। যার সাহায্যে এই ধরনের পরিস্থিতিগুলি এক নিমিষেই বোঝা যাবে। কারণ সুন্দরবনের জঙ্গলে পশুদের পর্যাপ্ত খাবার আছে কিনা তা জানা অত্যন্ত জরুরি।
advertisement
5/6
এই সমীক্ষা থেকে কী তথ্য উঠে আসে তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত দিকে এগোবে বনদফতর। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।দক্ষিণ ২৪ পরগনার আঞ্চলিক বনবিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একসঙ্গেই শুমারির কাজ হবে বলে জানানো হয়েছে।
advertisement
6/6
জঙ্গলে কোথায় কোথায় বা কীভাবে ক্যামেরাগুলি বসানো হবে এ ব্যাপারে বন দফতরের কর্মীদের নিয়ে প্রস্তুতি বা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এই কাজে মোট আড়াইশো কর্মীকে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হবে। এবং আগামী ২৬ নভেম্বর থেকে ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে বন বিভাগের। এবার জঙ্গলের আরও অনেক অজানা তথ্য উঠে আসবে। প্রসঙ্গত, দু'বছর আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬। (ছবি ও তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarban: সুন্দরবনে বাঘের সংখ্যা গণনায় উদ্যোগী হল বন দফতর, বসছে দেড় হাজার ক্যামেরা, রয়্যাল বেঙ্গলের গতিবিধির সঙ্গে উঠে আসবে জঙ্গলের আরও অজানা তথ্য