নন্দীগ্রামে ফের বিজেপির জয়জয়কার, গেরুয়া আবিরে তুমুল আনন্দ উচ্ছ্বাস সমবায় ভোটে, তৃণমূল-বিজেপি কে কত ভোট পেল?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
Nandigram: ফের নন্দীগ্রামে জয়ের হাসি বিজেপির। পর পর সমবায় ভোটের রেজাল্টে দাঁত ফোটাতে পারছে না তৃণমূল। হাসি চওড়া হচ্ছে গেরুয়া শিবিরের। এবার কোন সমবায় ভোটের ফলাফলে বিজেপির জয়জয়কার? কী হল ফলাফল?
advertisement
1/5

ফের নন্দীগ্রামে জয়ের হাসি বিজেপির। পর পর সমবায় ভোটের রেজাল্টে দাঁত ফোটাতে পারছে না তৃণমূল। হাসি চওড়া হচ্ছে গেরুয়া শিবিরের। এবার কোন সমবায় ভোটের ফলাফলে বিজেপির জয়জয়কার? কী হল ফলাফল?
advertisement
2/5

এদিন নন্দীগ্রামে সমবায় ভোটের ফল প্রকাশ্যে আসতেই দেখা গেল জয়ী আবারও বিজেপি। ৪২ আসনের ভোটে বিজেপি জয়ী ৩৫টি আসনে। তৃণমূল জয়ী ৭ আসনে।
advertisement
3/5
নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়ালে মঙ্গলচক- নারায়ন চক চিরঞ্জীপুর সমবায় সমিতির ভোটে তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হল বিজেপি। প্রতীকী ছবি
advertisement
4/5
মঙ্গলচক- নারায়ন চক চিরঞ্জীপুর সমবায় সমিতির ভোটে মোট আসন সংখ্যা ছিল ৪২। বিজেপি জয়ী হয়েছে ৩৫ আসনে। তৃণমূল জয়ী হয়েছে ৭ আসনে। প্রতীকী ছবি
advertisement
5/5
জয়ের পর আবির মেখে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। পাড়ায় পাড়ায় বিজয় মিছিলে ছড়িয়ে পরে গেরুয়া আবির। বিলি হয় মিষ্টি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নন্দীগ্রামে ফের বিজেপির জয়জয়কার, গেরুয়া আবিরে তুমুল আনন্দ উচ্ছ্বাস সমবায় ভোটে, তৃণমূল-বিজেপি কে কত ভোট পেল?