Kali Puja: নিরঞ্জনের আগে সাংঘাতিক অঘটন! ভক্তদের উপরে পড়ল সুউচ্চ বেচাকালীর মূর্তি, ছবি দেখে ভয়ে শিউরে উঠবেন নিশ্চিত
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Kali Puja: গঙ্গার ঘাটের দিকে যাওয়ার সময় হঠাৎই ভারসাম্য হারিয়ে পড়ে যায় প্রতিমা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অরবিন্দ রোড জুড়ে তখন ভক্তদের ঢল, তারই মাঝে সামনের দিকে পড়ে যাচ্ছে প্রতিমা, আর প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ।
advertisement
1/5

[caption id="attachment_2393731" align="alignnone" width="1080"] *নৈহাটি, রুদ্রনারায়ন রায়: যেন অবিশ্বাস্য বললেও কম বলা হয়! নৈহাটির বড়মা কালীর বিসর্জনের পরই অরবিন্দ রোডে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ভক্তদের ভিড়ের মাঝখানে আচমকাই পড়ে যায় বিশাল আকৃতির কালী প্রতিমা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে।/caption] *প্রত্যক্ষদর্শীরা জানান, তার কিছুক্ষণ আগেই গঙ্গায় নিরঞ্জন হয়েছে বড়মার। এরপরই বিসর্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছিল অরবিন্দ রোডের সুউচ্চ প্রতিমা বেচাকালী মাকে।
advertisement
2/5
*গঙ্গার ঘাটের দিকে যাওয়ার সময় হঠাৎই ভারসাম্য হারিয়ে পড়ে যায় প্রতিমা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অরবিন্দ রোড জুড়ে তখন ভক্তদের ঢল, তারই মাঝে সামনের দিকে পড়ে যাচ্ছে প্রতিমা, আর প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ।
advertisement
3/5
*তবে আশ্চর্যজনকভাবে, এত বড় দুর্ঘটনাতেও কেউ আহত বা হতাহত হননি। ভক্তদের মতে, এটাই হয়তো মায়ের কৃপা, কারণ প্রতিমা পড়লেও কারও গায়ে আঘাত লাগেনি।
advertisement
4/5
*প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রতিমা টানার দড়ির টান বা কাঠামোগত ভারসাম্যের ত্রুটির কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
advertisement
5/5
*ঘটনার পর প্রশাসন দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং প্রতিমা পুনরায় তুলে গঙ্গায় নিরঞ্জন করা হয়। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে চলছে জোর চর্চা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja: নিরঞ্জনের আগে সাংঘাতিক অঘটন! ভক্তদের উপরে পড়ল সুউচ্চ বেচাকালীর মূর্তি, ছবি দেখে ভয়ে শিউরে উঠবেন নিশ্চিত