Naihati Boro Maa Puja Timing: নৈহাটির বড়মা কালীর কাছে পুজো দিতে চান? পুজো, অঞ্জলি, ভোগ, প্রসাদ বিতরণ, নিরঞ্জন কোথায়, কখন? জানুন পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Naihati Boro Maa Puja Timing: নৈহাটির বড়মা কালীর পুজো দেখতে যাবেন ভাবছেন! জেনে নিন কখন হবে অঞ্জলি, প্রসাদ বিতরণ? পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট জানুন...
advertisement
1/6

*নৈহাটি, রুদ্র নারায়ন রায়: নৈহাটির বড়মা কালীর পুজো দেখতে যাবেন ভাবছেন? তাহলে জেনে নিন কখন হবে অঞ্জলি, প্রসাদ বিতরণ? রইল পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট...
advertisement
2/6
*আসন্ন কালীপুজোকে কেন্দ্র করে নৈহাটিতে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। ঐতিহ্যবাহী নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্ট-এর তরফে ভক্তদের সুবিধার জন্য তাই প্রকাশ করা হয়েছে পুজোর বিশেষ সময়সূচি।
advertisement
3/6
*নির্ঘণ্ট অনুযায়ী, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ (২ কার্তিক) ভোর থেকে শুরু হবে দন্ডি কাটা, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অমাবস্যা শুরু হবে দুপুর ২ঃ৫৭ মিনিটে, আর পুজোর মূল অনুষ্ঠান শুরু হবে রাত ১২'টা থেকে।
advertisement
4/6
*রাত ২ঃ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, যেখানে ভক্তদের অনুরোধ করা হয়েছে নিজস্ব ফুল ও বেলপাতা সঙ্গে নিয়ে আসতে। অঞ্জলি শেষে ভোগ প্রসাদ বিতরণ চলবে ২০ তারিখ রাত তিন'টে থেকে ২১ তারিখ সকাল দশটা পর্যন্ত। ভোগ বিতরণের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে-সুষমা অ্যাপার্টমেন্ট (শ্যাম রোড) ও জগবন্ধু মোড় সংলগ্ন পুকুরপাড়। এছাড়া সন্দেশ প্রসাদ বিতরণ করা হবে-নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যানিকেতন (বয়েজ স্কুল) ও নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে।
advertisement
5/6
*পরের দিন ২১ অক্টোবর (মঙ্গলবার) অমাবস্যা শেষ হবে বিকেল ৪ঃ২৬ মিনিটে। দিনভর চলবে নিত্যপূজো, সন্ধ্যায় আরতি ও শীতল ভোগ রাত ন'টায়, এবং শেষে প্রসাদ বিতরণ। ২২, ২৩ ও ২৪ অক্টোবর প্রতিদিন দুপুরে নিত্যপূজা ও রাতে শীতল ভোগের আয়োজন থাকবে।
advertisement
6/6
*২৪ অক্টোবর (শুক্রবার) সকাল সাত'টায় অনুষ্ঠিত হবে বড় মা’র নিরঞ্জন পুজো ও দধিকর্মা। বিকেল চার'টেয় শুরু হবে গঙ্গাবক্ষে বড়মার ফুলের সাজে নিরঞ্জন শোভাযাত্রা। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বড়মা মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে, পুজো সংক্রান্ত প্রস্তুতি ও ধর্মীয় আচার পালনের কারণে। অনলাইনে ভক্তরা পুজো দিতে পারবেন বড়মার কাছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Naihati Boro Maa Puja Timing: নৈহাটির বড়মা কালীর কাছে পুজো দিতে চান? পুজো, অঞ্জলি, ভোগ, প্রসাদ বিতরণ, নিরঞ্জন কোথায়, কখন? জানুন পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট