Naihati Boro Maa Puja: সেজে উঠেছেন নৈহাটির বড়মা...! এ বছর কত কোটি টাকার সোনা, রুপোর গয়নায় সাজলেন? দেব পাঠালেন বেনারসি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Naihati Boro Maa Puja: কালীপুজোর সকাল থেকেই নৈহাটির বড়মার কাছে নেমেছে ভক্তদের ঢল। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই অগণিত ভক্তদের গঙ্গার ঘাট থেকে দণ্ডি কেটে বড়মার মন্দির পর্যন্ত আসতে দেখা যাচ্ছে। রাতেই বড়মাকে পড়ানো হয়েছে ৭০ ভরি সোনার গহনা ও ১৫০ কেজি রুপোর অলংকার।
advertisement
1/6

*নৈহাটি, রুদ্র নারায়ণ রায়: কালীপুজোর সকাল থেকেই নৈহাটির বড়মার কাছে নেমেছে ভক্তদের ঢল। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই অগণিত ভক্তদের গঙ্গার ঘাট থেকে দণ্ডি কেটে বড়মার মন্দির পর্যন্ত আসতে দেখা যাচ্ছে। রাতেই বড়মাকে পড়ানো হয়েছে ৭০ ভরি সোনার গহনা ও ১৫০ কেজি রুপোর অলংকার।
advertisement
2/6
বড়মার এই সাজ দেখতে ভিড় জমান কয়েক হাজার ভক্ত। একে একে মা কে পড়ানো হয় মুকুট, গলার স্বর্ণালংকার, পায়ের অলংকার, সহ সোনা রুপোর অলংকার। এদিন কালী পুজো উপলক্ষে নৈহাটি জুড়ে কড়া নিরাপত্তা দেখা গিয়েছে
advertisement
3/6
*পুজো উপলক্ষে চলছে এলাহি আয়োজন। জেলার মধ্যে নৈহাটির শ্যামাপুজোর অন্যতম প্রধান আকর্ষণ থাকে অরবিন্দ রোডের এই বড় মা কালীর। জেলার পাশাপাশি দেশ এমনকি বিদেশেও পৌঁছেছে এই মায়ের কথা। মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাইলে ফেরান না কাউকেই।
advertisement
4/6
*নৈহাটি স্টেশন রোড ধরে গঙ্গার জেটি ঘাটের দিকে যেতেই চোখে পড়বে মায়ের মন্দির। পুজো উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। রাতে নির্দিষ্ট সময় মেনে শুরু হবে পুজো। নৈহাটির বড়মার মূর্তির উচ্চতা ২১ ফুট। মাচা বেঁধে সিঁড়ি দিয়ে উঠে মা-কে পড়ানো হয় স্বর্ণালংকার।
advertisement
5/6
*ভক্তদের বিশ্বাস, নৈহাটির বড়মা খুবই জাগ্রত। মায়ের কাছে কোন কিছু চাইলেই মা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। আর তাই মায়ের আশীর্বাদ পেয়ে, ভক্তরা নিজেদের সাধ্যমতো দান করেন। এবছর প্রায় ৫০০০ উপর ভক্ত দণ্ডি কাটবেন।
advertisement
6/6
*পুজোয় বড়মার ভোগে থাকবে পোলাও, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, তরকারি, লুচি, চাটনি ও পায়েস। সকাল থেকেই বড়মার কাছে পুজো দিতে হাজার হাজার ভক্তরা যেমন হাজির হয়েছেন, তেমনই রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন এসেছেন এই বিশেষ দিনে সাক্ষী থাকতে। আগামী কয়েক দিন তাই বড়মাকে ঘিরেই উৎসবে মেতে থাকবেন নৈহাটিবাসী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Naihati Boro Maa Puja: সেজে উঠেছেন নৈহাটির বড়মা...! এ বছর কত কোটি টাকার সোনা, রুপোর গয়নায় সাজলেন? দেব পাঠালেন বেনারসি