Naihati Boro Maa: ১০০ কেজির বেশি সোনার গয়নায় সাজবেন নৈহাটির বড়মা! জেনে নিন পুজো দেওয়ার নিয়ম
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Naihati Boro Maa: জোর কদমে চলছে প্রস্তুতি, নতুন মন্দিরেই ভক্তরা দিচ্ছেন পুজো, পাশেই হচ্ছে সুবিশাল বড়মার মাটির মূর্তি তৈরি! জানুন
advertisement
1/6

কালীপুজোর আগেই উদ্বোধন হয়ে গিয়েছে নৈহাটির বড় মা কালীর স্থায়ী নতুন মন্দিরের, সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কষ্টি পাথরের বড়মার মূর্তিও
advertisement
2/6
মন্দিরের কাছেই তৈরি হচ্ছে বড়মার সুবিশাল মাটির মূর্তি, প্রতিবছর এই মূর্তিতেই বড়মাকে পুজো করা হয়
advertisement
3/6
ভক্তরা সারা বছর নতুন মন্দিরে বড়মার কাছে পুজো দিতে পারবেন তিন বেলা। সকাল আটটা থেকে দুপুর একটা, দুপুর ১:৩০ থেকে ২:৩০ ও বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত
advertisement
4/6
বড়মার কাছে কিছু মন থেকে চাইলে কাউকেই খালি হাতে ফেরার না মা। তাই মানসিক পুজোর জন্য মন্দিরে ছটার পর কথা বলতে পারেন কমিটির সঙ্গে
advertisement
5/6
প্রতিদিনই বহু ভক্তদের ভিড় হচ্ছে বড় মাকে পুজো দেওয়ার জন্য, নির্দিষ্ট নিয়ম মেনে লাইন দিয়ে সকলকে প্রবেশ করানো হয় নতুন মন্দিরে
advertisement
6/6
১০০ কেজিরও বেশি সোনার গয়নায় বড়মা প্রতি বছর সেজে ওঠেন। নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন থাকে মন্দির চত্বরে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Naihati Boro Maa: ১০০ কেজির বেশি সোনার গয়নায় সাজবেন নৈহাটির বড়মা! জেনে নিন পুজো দেওয়ার নিয়ম