TRENDING:

Durga Puja 2025: ফিরে যেতে চান কুমোর পাড়াতে, তাহলে চলে আসতে হবে আপনাকে এই পুজো মণ্ডপে 

Last Updated:
Durga Puja 2025: কুমোর পাড়া কে বাঁচিয়ে তুলতে অভিনব উদ্যোগ আসানসোলের এই পুজো কমিটির, যা না দেখতে গেলে মিস করবেন আপনি অনেক কিছু। 
advertisement
1/5
ফিরে যেতে চান কুমোর পাড়াতে, তাহলে চলে আসতে হবে আপনাকে এই পুজো মণ্ডপে 
এই কুমোর পাড়ার ব্যস্ততার জীবন কাহিনী এবার আপনি দেখতে পাবেন আসানসোলের এই পুজো মণ্ডপে। বর্তমান সময়ে প্লাস্টিক বা ফাইবার এর জিনিস পত্র ব্যবহারের ফলে মাটির তৈরি জিনিস পত্র মানুষজন কেনাকাটা কম করেছেন। ফলে যেন আসতে আসতে হারিয়ে যেতে বসেছে মাটির তৈরি বিভিন্ন জিনিস পত্র। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
2/5
সেইভাবে কুমোর পাড়াতে গেলে দেখা যায় না ব্যস্ততার ছবি। একটা সময় কুমোর পাড়াতে গেলে দেখা যেত মাটির বিভিন্ন আসবাবপাত্র তৈরি করে রৌদ্রে শুকাতে দেওয়া। তারপরে সেই আসবাব পাত্র গুলো আগুনে পোড়ানো। সহ বিভিন্ন কাজের ব্যস্ততার ছবি দেখা যেত।
advertisement
3/5
আসানসোল কল্যাণপুর আদি দুর্গাপুজো এবারে ৪৫ তম বর্ষে পদার্পণ করল। তারা প্রায় ২২ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তুলেছে ‘মৃত্তিকা’ অর্থাৎ মাটি। মূলত এই মণ্ডপে কুমোর পাড়ার, কুমোরদের জীবন কাহিনী তুলে ধরেছে।
advertisement
4/5
মণ্ডপে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন পুরনো সময়ে কুমোররা নিজের হাতে তৈরি করছে মাটির বিভিন্ন জিনিসপত্র,, কুমোরদের স্ত্রী’রা কিভাবে মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র রৌদ্রে শুকাছে। বাচ্চারা খেলাধুলা করছে। পাশাপাশি দেখতে পাবেন তাদের বাড়িঘর।
advertisement
5/5
মণ্ডপতি সাজিয়ে তুলতে উপকরণ লেগেছে খর, মাটি, টালি, প্লাই বাঁশ। পাশাপাশি বিভিন্ন আলো দিয়ে সাজানো হয়েছে। তাই আপনি যদি সেই পুরনো সময়ের কুমার পাড়াতে ফিরে যেতে চান তাহলে আপনাকে একটিবার হলেও আসতে হবে এই পুজো মণ্ডপে। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ফিরে যেতে চান কুমোর পাড়াতে, তাহলে চলে আসতে হবে আপনাকে এই পুজো মণ্ডপে 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল