TRENDING:

Durga Puja Lifestyle: ফুলিয়ার শাড়িতে তাঁতিরা ফুটিয়ে তুললেন বাংলার গান ও কবিতা, দেখুন এ বছরের পুজোর ট্রেন্ড

Last Updated:
Durga Puja Lifestyle: Nadia Tant Saree: নদিয়ার ফুলিয়ার শাড়ি মানেই আবেগ - গর্ব। সেই আবেগ-গর্ব এবার মিশে যাচ্ছে পুজোর শাড়ির পাড়ে । শান্তিপুর ফুলিয়ার তাঁতশিল্পীদের নতুন সৃষ্টিতে শাড়ির বুননে জায়গা করে নিয়েছে বাংলা হরফ। কোথাও পাড় জুড়ে রবীন্দ্রনাথের কবিতা, কোথাও আঁচলে ফুটে উঠছে বাংলার নারী বাংলার শাড়ি ।
advertisement
1/5
ফুলিয়ার শাড়িতে তাঁতিরা ফুটিয়ে তুললেন বাংলার গান ও কবিতা, দেখুন এ বছরের পুজোর ট্রেন্ড
নদিয়ার ফুলিয়ার শাড়ি মানেই আবেগ - গর্ব। সেই আবেগ-গর্ব এবার মিশে যাচ্ছে পুজোর শাড়ির পাড়ে । শান্তিপুর ফুলিয়ার তাঁতশিল্পীদের নতুন সৃষ্টিতে শাড়ির বুননে জায়গা করে নিয়েছে বাংলা হরফ। কোথাও পাড় জুড়ে রবীন্দ্রনাথের কবিতা, কোথাও আঁচলে ফুটে উঠছে বাংলার নারী বাংলার শাড়ি ।বহু বছর ধরে বাংলার ঐতিহ্য বহন করছে গঙ্গার পূর্বপাড়ের এই তাঁতশিল্পীরা।
advertisement
2/5
এ বার তাঁদের সৃষ্টিতে যোগ হচ্ছে নতুন অধ্যায়। ‘বাংলা পাড়ের’ শাড়ি যেন বাঙালির ভাষা-সংস্কৃতিকে গর্বের সঙ্গে জড়িয়ে ধরছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অর্ডার। শুধু তাই নয়, বিদেশ থেকেও মিলছে দেদার চাহিদা। ফুলিয়ার গলিতে এখন সকাল-সন্ধ্যা তাঁত বোনার শব্দ। কারও হাতে পাড়ে বুনছে “আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়”—কবিতার লাইন, আবার কোথাও শাড়ির আঁচলে ফুটে উঠছে—“পুজোর গন্ধ এসেছে”।
advertisement
3/5
তাঁতশিল্পীদের দাবি, এই শাড়িই হতে চলেছে এবারের পুজোর সবচেয়ে বড় ট্রাম্প কার্ড।পদ্মশ্রী প্রাপ্ত বীরেন বসাক সংবাদমাধ্যমকে জানিয়েছেন,ভাষা ও সংস্কৃতির সম্মান রক্ষার আন্দোলনের আবহে ‘বাংলা পাড়ের’ শাড়ি যেন বাঙালির আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠছে। অপরদিকে বাংলার তাঁত শিল্প যেভাবে বিদেশি শাড়ির প্রাদুর্ভাবে ধীরে ধীরে বিলুপ্তির পথে যাচ্ছে সেক্ষেত্রে আরও চিন্তার বিষয়।
advertisement
4/5
বাংলার তাঁতের শাড়ি যে মজুরিতে তৈরি হয় তার অর্ধেক দামে পাওয়া যাচ্ছে বাজারে যেগুলি ভিন রাজ্য থেকে আসছে বাংলায়৷ আর তাতেই নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পের করুণ অবস্থা। তবে প্রযুক্তি কিংবা আমজনতার চাহিদা অনুযায়ী কম দামের শাড়ি প্রস্তুতে কোনও আপত্তি নেই কিন্তু প্রস্তুত এর উপাদান সম্পর্কে স্পষ্ট জানানো হোক ক্রেতাদের।
advertisement
5/5
একসময় শাড়ি কিংবা ধুতির শিলমোহর মারা থাকতো যাতে গুণগত মান বোঝা যায়৷ আর এর ফলে ক্রেতাদের ঠকার সম্ভাবনা যেমন থাকে না, তেমনই প্রকৃত শিল্পীরা তাদের উপযুক্ত পারিশ্রমিক এবং সম্মান পান তবে এক্ষেত্রে সরকারি তত্ত্বাবধান ছাড়া তা সম্ভব নয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Lifestyle: ফুলিয়ার শাড়িতে তাঁতিরা ফুটিয়ে তুললেন বাংলার গান ও কবিতা, দেখুন এ বছরের পুজোর ট্রেন্ড
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল