TRENDING:

'মায়ের নামে একটি গাছ', বৃক্ষরোপণের অভিনব আইডিয়া! করে দেখাল নদিয়ার প্রাথমিক বিদ্যালয়

Last Updated:
বিদ্যালয় সংলগ্ন এলাকার জনসাধারণকে 'মায়ের নামে একটি গাছ' রোপণ করার আহ্বান জানানো হয়। বিদ্যালয় সংলগ্ন ছাত্র-ছাত্রী বাড়িতে তাদের মায়েরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
advertisement
1/6
'মায়ের নামে একটি গাছ', বৃক্ষরোপণের অভিনব আইডিয়া! করে দেখাল নদিয়ার প্রাথমিক বিদ্যালয়
বনমহোৎসব উপলক্ষে "এক পেড় মা কি নাম"- বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে "এক পেড় মা কি নাম" বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়।
advertisement
3/6
প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সার্থক করে তুলতে এদিন নদিয়া জেলার শ্রী মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়।
advertisement
4/6
বিদ্যালয় সংলগ্ন এলাকার জনসাধারণকে 'মায়ের নামে একটি গাছ' রোপণ করার আহ্বান জানানো হয়। বিদ্যালয় সংলগ্ন ছাত্র-ছাত্রী বাড়িতে তাদের মায়েরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
advertisement
5/6
মা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা, মাতৃত্ব, ভালবাসা, ত্যাগ এবং যত্নকে এই কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন সেখ জানান, প্রধানমন্ত্রীর এই আহ্বানকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পড়ুয়াদের নিয়ে এই কর্মসূচি নিয়েছি।
advertisement
6/6
আমাদের মা যেমন আমাদের জীবনের ভালবাসা, প্রেরণা ঠিক তেমনি এই গাছটিও একদিন বড় হয়ে আমাদের ছায়া দেবে, অক্সিজেন দেবে এককথায় আমাদের জীবন দেবে। বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
'মায়ের নামে একটি গাছ', বৃক্ষরোপণের অভিনব আইডিয়া! করে দেখাল নদিয়ার প্রাথমিক বিদ্যালয়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল