Nadia News: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত নদিয়ার কিশোর তবলা বাদক! ১৬ বছরের শিল্পীর কৃতিত্বে গর্বিত গোটা বাংলা
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Nadia News: শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে সুমনের ব্যতিক্রমী অবদান এবং সংগীতের মাধ্যমে সমাজসেবার জন্য তাঁকে এই অনন্য সম্মান প্রদান করা হল।
advertisement
1/6

মাত্র ১৬ বছর বয়সেই তবলা শিল্পে অসাধারণ কৃতিত্ব ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হলেন নদিয়ার কিশোর তবলা বাদক সুমন সরকার। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
2/6
শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তাঁর ব্যতিক্রমী অবদান এবং সংগীতের মাধ্যমে সমাজসেবার জন্যই তাঁকে এই সম্মান প্রদান করা হল। সুমন সরকার গত ১৩ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত তবলা শিল্পের সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে ৬২-টিরও বেশি পরিবেশনা উপস্থাপন করেছেন।
advertisement
3/6
নিজের প্রতিভা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে ৪৩-টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের শংসাপত্র অর্জন করেছেন তিনি, যার মধ্যে ২২-টিতে প্রথম হয়েছেন। ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক প্রতিযোগিতা, ডোভার লেন মিউজিক কনফারেন্স এবং জাতীয় কলা উৎসব সহ বহু খ্যাতনামা মঞ্চে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছেন সুমন। ন্যাশনাল কলা উৎসবে স্বর্ণপদক লাভ করেছেন তিনি।
advertisement
4/6
নিজের সাফল্যকে কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সুমন সমাজের কল্যাণে ব্যবহার করেছেন। পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ দিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের তবলা কিনে দেওয়া এবং তাঁদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার কাজ করেন তিনি। এই উদ্যোগকে আরও সুসংগঠিত রূপ দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন রানাঘাট হিউম্যানিটিজ এডুকেশন সেন্টার, যেখানে বর্তমানে ৪২ জন ছাত্রছাত্রী সংগীত শিক্ষার সুযোগ পাচ্ছে।
advertisement
5/6
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য রক্ষা ও প্রসারে সুমনের নিষ্ঠা এবং প্রান্তিক শিশুদের ক্ষমতায়নের জন্য তাঁর প্রচেষ্টা ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তাঁর এই অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ভারতরত্ন ড. এম. এস. সুব্বুলক্ষ্মী ফেলোশিপ সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন।
advertisement
6/6
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি প্রদান করে। সুমন সরকারের এই পুরস্কারপ্রাপ্তি শুধু তাঁর শিল্পীসত্তার উৎকর্ষতাই নয়, বরং তাঁর সামাজিক দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চেতনাকেও সম্মান জানায়। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত নদিয়ার কিশোর তবলা বাদক! ১৬ বছরের শিল্পীর কৃতিত্বে গর্বিত গোটা বাংলা