Nadia News: বড়দিনে হাজির বাস্তবের সান্তা, সঙ্গে বস্তা বস্তা উপহার! ইট ভাটার শ্রমিকদের মুখে তখন হাসি দেখে কে
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Nadia News: বাস্তবের সান্তাদের দেখা গেল উপহারের বস্তা নিয়ে। ইট ভাটার লেবারদের মাঝে সান্তা সেজে হাজির উপহারের ঢালি নিয়ে।
advertisement
1/6

প্রচলিত আছে বড়দিনে মধ্যরাতে নাকি ঘুমের মধ্যে সান্তা লাল জামা লাল টুপি পড়ে ঝুলি নিয়ে নানা উপহার দিয়ে যায়। সেটা সত্যি কিনা জানা নেই অনেকের। কিন্তু বাস্তবের সান্তাদের দেখা গেল উপহারের বস্তা নিয়ে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
বড়দিনে একটু বিকল্প ভাবনায় রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরী। বড়দিন সারা বিশ্ব ব্যাপিই কমবেশি পালিত হয়। যিশুখ্রিষ্টর জম্মদিনে কেক খাওয়ার প্রচলিত আছে।
advertisement
3/6
আর কেউ কেক খাবে কেউ খাবে না তা হবে না এই দাবিকে মান্যতা দিয়ে নদিয়ার রানাঘাটের রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরী হাজির ইট ভাটার লেবারদের মাঝে সান্তা সেজে উপহারের ঢালি নিয়ে।
advertisement
4/6
সান্তাদের দেখে খুশি ইটভাটার লেবাররা। বড়দিনের উপহারে বেড়িয়ে এলো কেক সাথে শীতের চাঁদর, বিস্কুট ও বাচ্চাদের জামাকাপড়। উপহার পেয়ে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকের চোখে মুখে খুশির ছোয়া।
advertisement
5/6
৩২ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় উপহার,মানবিক খুশির মুহুর্তে উপস্থিত ছিলেন রানাঘাট থানার আই সি তন্ময় ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিকরা।
advertisement
6/6
কর্মসূচিতে উপস্থিত সকলেই জানাচ্ছেন বড়দিনে সকলেরই ইচ্ছে করে নতুন উপহার পেতে এবং কেক খেতে, তবে অনেকেরই ইচ্ছে থাকলেও সামর্থ্য থাকে না, তাদের জন্যই আমাদের এই প্রয়াস। (ছবি ও তথ্য - মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: বড়দিনে হাজির বাস্তবের সান্তা, সঙ্গে বস্তা বস্তা উপহার! ইট ভাটার শ্রমিকদের মুখে তখন হাসি দেখে কে