Nadia News: শাড়ি ব্যবসায়ীদের পছন্দের ঠিকানা! 'তাঁত শহর' থেকে সস্তায় কিনে শুরু করতে পারেন ব্যবসা, পাইকারি-খুচরো দাম সহ খুঁটিনাটি জানুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: ধুতির মতো নরম শান্তিপুর তাঁত, সূক্ষ্ম সুতোয় বোনা ধনেখালি স্টাইল, রঙিন জ্যামিতিক ডিজাইনের ফুলিয়া জামদানির পাশাপাশি কটন, লিনেন, সিল্ক-মিক্স, চেক, স্ট্রাইপ, মসলিন টেক্সচার, সব মিলিয়ে প্রায় ২০-২৫ রকমের তাঁতের শাড়ি বাজারে পাওয়া যায়। এই শাড়িগুলির পাইকারি ও খুচরো দাম জানুন।
advertisement
1/6

নদিয়ার শান্তিপুর ও ফুলিয়া দীর্ঘদিন ধরেই বাংলার তাঁতশিল্পের প্রাণকেন্দ্র। এখানকার তাঁতিবাড়িগুলিতে প্রতিদিনই নানা ধরণের শাড়ি তৈরি হয়। ধুতির মতো নরম শান্তিপুর তাঁত, সূক্ষ্ম সুতোয় বোনা ধনেখালি স্টাইল, রঙিন জ্যামিতিক ডিজাইনের ফুলিয়া জামদানির পাশাপাশি কটন, লিনেন, সিল্ক-মিক্স, চেক, স্ট্রাইপ, মসলিন টেক্সচার, সব মিলিয়ে প্রায় ২০-২৫ রকমের তাঁতের শাড়ি বাজারে পাওয়া যায়। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
2/6
শান্তিপুর মহাজনপাড়া ও ফুলিয়ার স্টেশন রোডের তাঁতিপাড়া বাজারে শাড়ি কিনতে সবচেয়ে বেশি ভিড় থাকে। এখানেই রয়েছে বহু বছর ধরে চলা পরিবারভিত্তিক কারখানা, যেখান থেকে খদ্দেররা সরাসরি কারিগরদের কাছ থেকে শাড়ি কেনেন।
advertisement
3/6
এছাড়া শান্তিপুর তাঁতশিল্প সমবায় সমিতি, ফুলিয়া বঙ্গশ্রী তাঁত সমবায় এবং স্থানীয় ছোট-ছোট বুটিকেও নিয়মিত ক্রেতার চাপ থাকে। কলকাতা সহ বিভিন্ন শহরের পাইকারি ব্যবসায়ীরাও নিয়মিত এখান থেকে শাড়ি নেন।
advertisement
4/6
দামের দিক থেকে দেখা যায়, ক্ষুদ্র খুচরো বাজারে শাড়ির দাম সাধারণত ৪৫০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে। সুতো ও নকশা অনুযায়ী হ্যান্ডলুম জামদানি ও প্রিমিয়াম কটনের দাম আরও বাড়তে পারে।
advertisement
5/6
অন্যদিকে পাইকারি দরে একই শাড়ি পাওয়া যায় ৩০০ থেকে ১,৮০০ টাকার মধ্যে, যা নির্ভর করে পরিমাণ, গুণমান ও তাঁতির উপর।
advertisement
6/6
'তাঁত শহর' হিসেবে শান্তিপুর ও ফুলিয়া আজও জেলার অর্থনীতির অন্যতম স্তম্ভ। রোজ এখানে হাজার হাজার শাড়ি বোনা হয়। সেই শাড়ির সুতোয় জড়িয়ে থাকে নদিয়ার ঐতিহ্য, রঙ ও মানুষের পরিশ্রমের গল্প। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: শাড়ি ব্যবসায়ীদের পছন্দের ঠিকানা! 'তাঁত শহর' থেকে সস্তায় কিনে শুরু করতে পারেন ব্যবসা, পাইকারি-খুচরো দাম সহ খুঁটিনাটি জানুন