বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত দোতলা বাড়ি! শান্তিপুরে খোদ চেয়ারম্যানের পাড়ায় 'অশান্তি'
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
লাগাতার বর্ষণে দোতলার বাড়ি ভেঙে পড়ল হুড়মুড়িয়ে! অল্পের জন্য প্রাণে রক্ষা প্রতিবেশীর! দুর্ঘটনা নদিয়ার শান্তিপুর পৌরসভার খোদ বর্তমান চেয়ারম্যানের সাত নম্বর ওয়ার্ডে।
advertisement
1/7

লাগাতার বর্ষণে দোতলার বাড়ি ভেঙে পড়ল হুড়মুড়িয়ে! অল্পের জন্য প্রাণে রক্ষা প্রতিবেশীর! দুর্ঘটনা নদিয়ার শান্তিপুর পৌরসভার খোদ বর্তমান চেয়ারম্যানের সাত নম্বর ওয়ার্ডে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/7

সেখানকার বাসিন্দা মানবেন্দ্র চ্যাটার্জির সরিকি বহু প্রাচীন দোতলা বাড়ি যথেষ্ট বিপজ্জনক ছিল বলে জানাচ্ছেন প্রতিবেশী। তাদের অভিযোগ এ বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি।
advertisement
3/7
সেখানকার বাসিন্দা মানবেন্দ্র চ্যাটার্জির সরিকি বহু প্রাচীন দোতলা বাড়ি যথেষ্ট বিপজ্জনক ছিল বলে জানাচ্ছেন প্রতিবেশী। তাদের অভিযোগ এ বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি।
advertisement
4/7
তবে আজ বড়সড় বিপদের হাত থেকে প্রাণে বেঁচেছেন তারা। কারণ তাদের বাড়িতে যাওয়ার গলি ওই বাড়ির পেছনের দিক থেকে সামনের দিকে প্রচুর ক্ষতিগ্রস্ত না হলেও পিছনে তাদের মিটার বক্স সহ বৈদ্যুতিক তার সমস্ত কিছু চাপা পড়েছে ধসের নিচে। যদিও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি।
advertisement
5/7
মানবেন্দ্র বাবু অবশ্য প্রতিবেশীর কোনও অসুবিধা হতে দেবেন না বলেই জানিয়েছেন। তবে তিনি তিন চারদিন সময় চেয়েছেন সমস্ত পরিষ্কার করে নেওয়ার জন্য। আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এই বাড়ি আর নতুন করে মেরামতি করে তুলতে পারবেন বলে মনে করছেন না তিনি।
advertisement
6/7
তবে শরিকদের সঙ্গে কথা বলে বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কথা জানিয়েছেন। বাড়ি ভেঙে যাওয়ার সময় প্রচন্ড শব্দে প্রতিবেশীরা একত্রিত হয়ে যায়।
advertisement
7/7
তবে আজ রাতেও যদি বৃষ্টিপাত হয় তাহলে বাকি অংশ টিকে থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন প্রতিবেশীরা, তাই ওই বাড়ি থেকে যথেষ্ট নিরাপদ দূরত্বে থাকা দরকার বলে মনে করছেন তারা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত দোতলা বাড়ি! শান্তিপুরে খোদ চেয়ারম্যানের পাড়ায় 'অশান্তি'