Nadia News: রাতের অন্ধকারে কাঁটাতারের ওপারে ছুড়ে ফেলা হচ্ছিল প্যাকেট! খুলতেই চক্ষু চড়কগাছ বিএসএফ-এর
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Written by:Mainak Debnath
Last Updated:
ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের বড়সড় সাফল্য! বাংলাদেশে পাচার হওয়ার সময় ১১ টি ময়ূর উদ্ধার করে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।
advertisement
1/6

ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের বড়সড় সাফল্য! বাংলাদেশে পাচার হওয়ার সময় ১১ টি ময়ূর উদ্ধার করে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
সেই ময়ূর গুলিকে পুরুলিয়ার জঙ্গলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গেছে । বিএসএফ সূত্রে জানা গিয়েছে গভীর রাতে, নদিয়ার কৃষ্ণগঞ্জের ফুলবাড়ি সীমান্ত দিয়ে পাচার করার চেষ্টা করা হয় ময়ূর গুলিকে।
advertisement
3/6
কর্তব্যরত এক জন বিএসএফ জওয়ান কয়েকজনকে তিনটি প্যাকেট নিয়ে কাঁটাতারের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে ছুড়ে ফেলতে দেখেন । তিনি তৎক্ষণাৎ অন্যদের খবর দেন।
advertisement
4/6
এরই মধ্যে বাংলাদেশের দিক থেকে কয়েকজন অন্ধকারের ভেতরে কাঁটাতারের কাছে প্যাকেট গুলোর দিকে এগিয়ে আসতে থাকে । জওয়ানরা চলে এসে ধারালো অস্ত্র হাতে তাদের দিকে ধেয়ে যান ।
advertisement
5/6
বিএসএফের দাবি আত্মরক্ষার জন্য পাচারকারীদের লক্ষ্য করে পি এজি বন্দুক থেকে দু রাউন্ড গুলি ছোরা হয় এতে অন্ধকার পিছু হটে বাংলাদেশের পাচারকারীরা।
advertisement
6/6
বিএসএফের দাবি পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পাচারকারীরা হোটে গেলে বিএসএফ প্যাকেটগুলো সংগ্রহ করে। তার ভিতর থেকে ময়ূর গুলি উদ্ধার হয় । বিএসএফের কড়া পাহারার ফলেই পাচার চক্র রোখা সম্ভব হয়েছে ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: রাতের অন্ধকারে কাঁটাতারের ওপারে ছুড়ে ফেলা হচ্ছিল প্যাকেট! খুলতেই চক্ষু চড়কগাছ বিএসএফ-এর