TRENDING:

Mayapur ISKCON: হাজার হাজার ভক্তের সমবেত কন্ঠে গীতা পাঠ মায়াপুর ইসকনে, মন ভাল করা ছবি রইল পর পর

Last Updated:
Nadia Mayapur ISKCON: দেশ-বিদেশের হাজারও ভক্ত সমন্বয়ে গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হল মায়াপুর ইসকনে। দেশ-বিদেশের ভক্ত সমন্বয়ে গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিন অনুষ্ঠিত হল মায়াপুর ইসকনে।
advertisement
1/7
হাজার হাজার ভক্তের সমবেত কন্ঠে গীতা পাঠ মায়াপুর ইসকনে, মন ভাল করা ছবি রইল পর পর
দেশ-বিদেশের হাজারও ভক্ত সমন্বয়ে গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হল মায়াপুর ইসকনে। দেশ-বিদেশের ভক্ত সমন্বয়ে গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিন অনুষ্ঠিত হল মায়াপুর ইসকনে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/7
এদিনের এই অনুষ্ঠানে প্রায় হাজার হাজার ভক্ত সমাগম হয় মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে। সকাল থেকেই বিশ্ব শান্তি যজ্ঞ-সহ ইসকনের দেশী-বিদেশী ভক্ত বিভিন্ন ভাষায় গীতা পাঠ করেন। মূলত গীতা জন্ম জয়ন্তী হিসেবে এবারের ২৯ তম এই উৎসব পালিত হয় মায়াপুরে।
advertisement
3/7
অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠে দেশ-বিদেশের ভক্তরা। উল্লেখ্য সারা বছরই বিশেষ তিথি উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে মায়াপুর ইসকন কর্তৃপক্ষ।
advertisement
4/7
কড়া নিরাপত্তার বলয়ে প্রত্যেকটি অনুষ্ঠান আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হয়, একইভাবে গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিনে আরও জনস্রোত মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে।
advertisement
5/7
এই বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “ভগবান শ্রীকৃষ্ণ ৫১৫৮ বছর পূর্বে ধনুরধারী অর্জুনকে গীতার ধ্যান জ্ঞান প্রদান করেছিলেন, এই তিথি উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়।
advertisement
6/7
এই দিনে ভারত এবং বিদেশ থেকেও হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়। প্রত্যেক ভক্তদের জন্যই মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং অসংখ্য ভক্তবৃন্দের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য ইসকনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
7/7
বিশ্বের অন্যতম বৃহৎ এই মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দির ভক্তবৃন্দের কাছে এক ভক্তির মিলন ক্ষেত্র, যার নাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে।” (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mayapur ISKCON: হাজার হাজার ভক্তের সমবেত কন্ঠে গীতা পাঠ মায়াপুর ইসকনে, মন ভাল করা ছবি রইল পর পর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল