TRENDING:

Nadia News: নারকেল মালা দিয়ে তানপুরা ও তবলা! পরিবেশবান্ধব শিল্পকর্ম নদিয়ার গৃহবধূর, অনন্য প্রতিভায় হয়ে উঠেছেন 'অন্নপূর্ণা'

Last Updated:
Nadia Inspirational Story: সৃজনশীলতা ও সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নদিয়ার মাজদিয়া এলাকার গৃহবধূ পাপিয়া কর। সম্প্রতি তিনি ফেলে দেওয়া নারকেলের মালা ব্যবহার করে একটি তানপুরা ও তবলার সেট তৈরি করেছেন।
advertisement
1/6
নারকেল মালা দিয়ে তানপুরা ও তবলা! নদিয়ার গৃহবধূ অনন্য প্রতিভায় হয়ে উঠেছেন 'অন্নপূর্ণা'
সৃজনশীলতা ও সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মাজদিয়া এলাকার গৃহবধূ পাপিয়া কর। সম্প্রতি তিনি ফেলে দেওয়া নারকেলের মালা ব্যবহার করে একটি তানপুরা ও তবলার সেট তৈরি করেছেন, যা ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
জানা গিয়েছে, এই অভিনব শিল্পকর্মটি আগামী দিনে একজন বিশিষ্ট গুণী মানুষের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি, আগ্রহী কেউ চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে এই ধরনের পরিবেশবান্ধব শিল্পকর্ম অর্ডারও দিতে পারেন।
advertisement
3/6
পাপিয়া কর শুধু একজন সৃজনশীল শিল্পী নন, তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর উদ্যোগে পরিচালিত ‘অন্নপূর্ণা সরাই ঘর’-এ দু:স্থ মানুষদের নিয়মিত খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
advertisement
4/6
এছাড়াও কলকাতায় বিনামূল্যে পাঠশালার ব্যবস্থাপনা থেকে শুরু করে পড়াশোনার উপকরণ জোগাড়-সব কিছুতেই তিনি নিজে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর এই মানবিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে বর্তমানে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
advertisement
5/6
পাপিয়া করের আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ হল, প্রতিবছর ফেলে দেওয়া জিনিসপত্র ব্যবহার করে দুর্গা প্রতিমা নির্মাণ। সেই দুর্গা প্রতিমা বিক্রি করে যে অর্থ পাওয়া যায়, তা দিয়ে তিনি দু:স্থ শিশুদের জন্য দুর্গাপুজোর জামাকাপড় কিনে দেন।
advertisement
6/6
তাঁর জীবনদর্শন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে প্রায় দু’বছর আগে কলকাতার একটি দুর্গাপুজোয় বিশেষ থিমও করা হয়েছিল। গৃহবধূ হয়েও সমাজ ও শিল্পের জন্য পাপিয়া করের এই নিরলস প্রয়াস আজ অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: নারকেল মালা দিয়ে তানপুরা ও তবলা! পরিবেশবান্ধব শিল্পকর্ম নদিয়ার গৃহবধূর, অনন্য প্রতিভায় হয়ে উঠেছেন 'অন্নপূর্ণা'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল