TRENDING:

Nadia News: সাইকেল চালিয়ে বাংলা থেকে লাদাখ! নদিয়ার মেয়ের দুঃসাহসিক অভিযান, অভাবকে হারিয়ে অসামান্য কীর্তি বঙ্গ তনয়ার

Last Updated:
Nadia News: তিন মাসেরও বেশি সময় ধরে লাগাতার সাইকেল চালিয়ে বহু শহর-গ্রাম পেরিয়েছেন সুস্মিতা। কোথাও মাথা গোঁজার ঠাঁই না পেয়ে কখনও অপরিচিত মানুষের বাড়ির ছোট ঘরে, কখনও আর্মি ক্যাম্পে, কখনও আবার দোকানের পাশে নিজেই টেন্ট খাটিয়ে রাত কাটিয়েছেন তিনি।
advertisement
1/7
সাইকেল চালিয়ে বাংলা থেকে লাদাখ! নদিয়ার মেয়ের দুঃসাহসিক অভিযান
লাদাখগামী সাইকেলযাত্রা। সাহসী বাঙালি তরুণী সুস্মিতা দে’র দুঃসাহসিক অভিযান। অদম্য ইচ্ছাশক্তিতে করিমপুর থেকে দেশের বিভিন্ন পথে একাকী চললেন তিনি। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
2/7
নদিয়া জেলার করিমপুরের মেয়ে সুস্মিতা দে আবারও প্রমাণ করলেন সাহস ও সংকল্প থাকলে অসম্ভব বলে কিছু নেই। ২০০৪ সালে করিমপুর থেকে দার্জিলিং পর্যন্ত সাইকেল যাত্রা করে নজর কেড়েছিলেন তিনি।
advertisement
3/7
দুই দশক পরে, ২০২৫ সালের জুন মাসে আরও কঠিন ও রোমাঞ্চে ভরা নতুন এক চ্যালেঞ্জের পথে বেরিয়ে পড়েন সুস্মিতা। এবার সাইকেল নিয়ে লাদাখের উদ্দেশে দীর্ঘ অভিযান।
advertisement
4/7
এই যাত্রায় তাঁর একমাত্র সঙ্গী একটি সাধারণ সাইকেল। শুরুতে একটি দলের সঙ্গে পথ চললেও বর্তমানে তিনি সম্পূর্ণ একাই দেশের অজস্র রাজ্য ও অপরিচিত পথ অতিক্রম করছেন।
advertisement
5/7
তিন মাসেরও বেশি সময় ধরে লাগাতার সাইকেল চালিয়ে বহু শহর-গ্রাম পেরিয়েছেন সুস্মিতা। কোথাও মাথা গোঁজার ঠাঁই না পেয়ে কখনও অপরিচিত মানুষের বাড়ির ছোট ঘরে, কখনও আর্মি ক্যাম্পে, কখনও আবার দোকানের পাশে নিজেই টেন্ট খাটিয়ে রাত কাটিয়েছেন তিনি।
advertisement
6/7
অভিযান জুড়ে আর্থিক অনটন ছিল তাঁর নিত্যসঙ্গী। নিজের ইচ্ছে মতো হোটেল বা রুম ভাড়া নেওয়ার মতো পরিস্থিতি নেই। পথেই যে যেমন সাহায্য করছে, কখনও জল, কখনও খাবার, কখনও বিশ্রামের জায়গা দিয়ে, সেই ভরসাতেই তাঁর দিন চলছে। তবু ভ্রমণ থামেনি।
advertisement
7/7
দুঃসাহসিক এই যাত্রার জ্বালানি কেবল তাঁর অদম্য মনোবল, দৃঢ়তা এবং স্বপ্ন। বাইরের রাজ্য, অপরিচিত পরিবেশ, বহু চ্যালেঞ্জ সব কিছু সামলে এগিয়ে চলেছেন নদিয়ার এই মেয়ে। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: সাইকেল চালিয়ে বাংলা থেকে লাদাখ! নদিয়ার মেয়ের দুঃসাহসিক অভিযান, অভাবকে হারিয়ে অসামান্য কীর্তি বঙ্গ তনয়ার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল