TRENDING:

Book Fair: স্থান বদলে শুরু হচ্ছে নদিয়া বইমেলা! উদ্বোধনের দিন থেকেই থাকছে চমক, জানুন বিস্তারিত

Last Updated:
Nadia Book Fair: নদিয়ার বইপ্রেমীদের জন্য সুখবর। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪১ তম নদিয়া জেলা বইমেলা ২০২৫–২০২৬। জেলা প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ এবং নদিয়া জেলা বইমেলা কমিটির উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে।
advertisement
1/6
স্থান বদলে শুরু হচ্ছে নদিয়া বইমেলা! উদ্বোধনের দিন থেকেই থাকছে চমক, জানুন বিস্তারিত
নদিয়ার বইপ্রেমীদের জন্য সুখবর। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪১ তম নদিয়া জেলা বইমেলা ২০২৫–২০২৬। জেলা প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ এবং নদিয়া জেলা বইমেলা কমিটির উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
১২ জানুয়ারি ২০২৬ দুপুর ৩ টেয় কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন হবে। গত বছর হয়েছিল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৭ টা ৩০ মিনিট পর্যন্ত বইমেলা চলবে।
advertisement
3/6
এ বছরের বইমেলার নির্ধারিত থিম— “ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অধিকার।” কলকাতা ও জেলার বিভিন্ন প্রকাশনা সংস্থা মিলিয়ে শতাধিক বুক স্টল অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
advertisement
4/6
বইমেলার প্রথম দিন দুপুর ২:০০ “বইয়ের জন্য পথচলা” নামে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। কলেজিয়েট স্কুল বইমেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এ. ভি. স্কুল, নদিয়ার পাড়া বিবেকানন্দ মূর্তি, মল্লিকবাজার পোস্ট অফিস মোড় ঘুরে ফের কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এসে শেষ হবে এই পদযাত্রা।
advertisement
5/6
এতে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কবি-সাহিত্যিক, গ্রন্থাগারকর্মী, পাঠক ও জেলার বিভিন্ন প্রান্তের বইপ্রেমী মানুষ অংশ নেবেন। বইমেলা চলাকালীন প্রতিদিন চিত্র প্রদর্শনী, সাহিত্যবাসর, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, নতুন বই প্রকাশ এবং পুরস্কার বিতরণীর মতো নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
advertisement
6/6
পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে ৪১তম নদিয়া জেলা বইমেলা বইপ্রেমীদের কাছে এক সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হতে চলেছে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Book Fair: স্থান বদলে শুরু হচ্ছে নদিয়া বইমেলা! উদ্বোধনের দিন থেকেই থাকছে চমক, জানুন বিস্তারিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল