TRENDING:

Durga Puja Shopping : হাটে শাড়ি সাজানো, কিন্তু ক্রেতা কোথায়? অনলাইনের দাপটেই কী মন্দা? চরম বিপাকে ব্যবসায়ীরা

Last Updated:
দুর্গাপুজো এসে গেলেও মানুষ শাড়ি কিনতে আসছেন না। খুচরো ক্রেতা তো বটেই, পাইকারি ক্রেতারাও তেমন আসছেন না।
advertisement
1/6
শতাব্দী প্রাচীন হাটে ভিড় নেই, পুজোর আগেও ফ্লপ শাড়ি-বিক্রি
বেশিদিন বাকি নেই দুর্গাপুজোর। আর সেই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে শুরু হয়েছে শাড়ি-বস্ত্র কেনাবেচার ভিড়। তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে নদিয়ার ঐতিহ্যবাহী নবদ্বীপ তাঁত কাপড় হাটে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
বহু প্রাচীন এই হাটে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বসে শাড়ি ও বিভিন্ন বস্ত্রের আসর। দুর্গাপুজোকে সামনে রেখে এখানকার দোকানদারেরা নানা ধরনের শাড়ি ও পোশাক সাজিয়ে রেখেছেন। রয়েছে তুলো, সিল্ক, তাঁত, বালুচরী সহ বিভিন্ন ডিজাইনের শাড়ি।
advertisement
3/6
পাইকারি ও খুচরো দুই ধরনের বিক্রেতাই বসেন এই হাটে। দূর-দূরান্তের ক্রেতারাও প্রতি বছর এই সময় ভিড় জমিয়ে কেনাকাটা করে থাকেন। এখানে মূলত পাওয়া যায়, শান্তিপুর ফুলিয়া ধোনেখালি এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকার বিখ্যাত সমস্ত শাড়ি। বাংলাদেশ থেকেও দোকানদারেরা শাড়ি কিনে এনে বিক্রি করে থাকেন এই হাটে।
advertisement
4/6
কিন্তু এবছর ছবিটা একেবারেই আলাদা। দোকান সাজানো থাকলেও ক্রেতার ভিড় কার্যত নেই। বিক্রেতাদের দাবি, বিগত কয়েক বছর ধরে চাহিদা কিছুটা কমেছে, তবে এ বছর পরিস্থিতি আরও কঠিন।
advertisement
5/6
এক বিক্রেতা জানালেন, “দুর্গাপুজো এসে গেলেও মানুষ শাড়ি কিনতে আসছেন না। খুচরো ক্রেতা তো বটেই, পাইকারি ক্রেতারাও তেমন আসছেন না।” অনেকেই মনে করছেন, বাড়তি খরচ, অনলাইন বাজারের প্রভাব এবং মন্দার কারণে এ বছর বিক্রি একেবারেই সন্তোষজনক হবে না।
advertisement
6/6
প্রতিবছরের মতোই বিক্রেতারা আশায় বসে রয়েছেন, শেষ মুহূর্তে হয়তো ভিড় বাড়বে। তবে পরিস্থিতি বদল না হলে এই প্রাচীন তাঁত হাটের ব্যবসায়ীরা বড়সড় সমস্যার মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Shopping : হাটে শাড়ি সাজানো, কিন্তু ক্রেতা কোথায়? অনলাইনের দাপটেই কী মন্দা? চরম বিপাকে ব্যবসায়ীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল