TRENDING:

বাংলার রাখি বন্ধনেও এবার জগন্নাথদেব! তৈরি তৃণমূল কর্মীদের হাতে

Last Updated:
দিঘার জগন্নাথ মন্দির সকলের কাছে সমাদৃত হয়েছে, আমরাও এই রাখি পূর্ণিমার শুভ দিনে জগন্নাথ দেবকে সন্মান জানিয়ে তাঁর ছবি দিয়েই রাখি তৈরি করছি।
advertisement
1/6
দিঘার পর এবার নবদ্বীপে জগন্নাথদেবকে নিয়ে হইহই কাণ্ড! কী চলছে
<strong>নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ:</strong> মহিলাদের হাতে তৈরির রাখিতে শোভা পাচ্ছেন প্রভু জগন্নাথ দেব ও মমতা বন্দ্যোপাধ্যায়। রাখি পূর্ণিমায় দেখা গিয়েছে এমনই ছবি।। ইতিমধ্যে বাজারে পসরা সাজিয়ে শুরু হয়েছে রাখির বিকিকিনিও।
advertisement
2/6
কথিত আছে ১৯০৫ সালে, ব্রিটিশ সরকার যখন বাংলাকে দ্বিখন্ডিত করার সিদ্ধান্ত নেয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বিভেদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ রাখি বন্ধন উৎসব পালন করেন। তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপনের জন্য এই উৎসবকে ব্যবহার করেন।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
3/6
তবে বর্তমান সময়ে এই রাখি বন্ধন সার্বিক ভাবে উৎসবের রূপ নিয়েছে। আর বিশেষ করে সব রাজনৈতিক দলগুলিই এই বিশেষ দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়েই পালন করে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
4/6
তবে এবছর একটু ভিন্ন ভাবেই এই রাখি বন্ধন উৎসবকে পালনে উদ্যোগী হয়েছে নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে। প্রতিবছর বাজার থেকে কেনা রাখিই সকলকে পরিয়ে এই অনুষ্ঠানটি পালন করলেও, এবছর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই নিজেরাই তৈরি করছে প্রভু জগন্নাথ দেবের রাখি।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
5/6
শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মনিকা চক্রবর্তী জানান, যে ভাবে দিঘার জগন্নাথ মন্দির সকলের কাছে সমাদৃত হয়েছে, আমরাও এই রাখি পূর্ণিমার শুভ দিনে জগন্নাথ দেবকে সন্মান জানিয়ে তাঁর ছবি দিয়েই রাখি তৈরি করছি। তবে শুধু জগন্নাথ দেব নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েও তৈরি হয়েছে রাখি।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
6/6
তবে একাধারে যেখানে দীঘার জগন্নাথ মন্দির রাজ্যে রাজনীতির এক চর্চার অন্যতম কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে, সেখানে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে সেই জগন্নাথ দেবের ছবি দিয়ে রাখি তৈরির বিষয়টি যে সেই চর্চা আরও জিইয়ে রাখল, তা বলা বাহুল্য।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাংলার রাখি বন্ধনেও এবার জগন্নাথদেব! তৈরি তৃণমূল কর্মীদের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল