TRENDING:

Mustard Oil: এই বাড়িতে এখনও ঘুরছে চোখ বাঁধা কলুর বলদ! নিম-বাবলা কাঠের ঘানিতে সরষে পিষে বার করছে ঘন খাঁটি তেল

Last Updated:
Mustard Oil: এখনও তিনি বলদের সাহায্যেই নিম ও বাবলা কাঠের তৈরি ঘানি দিয়ে খাঁটি সরষের তেল উৎপাদন করছেন। যা আজকের দিনে সেভাবে আর দেখা যায় না
advertisement
1/6
এই বাড়িতে এখনও ঘুরছে চোখ বাঁধা কলুর বলদ! কাঠের ঘানিতে সরষে পিষে বার করছে ঘন তেল
শুধুই প্রচলিত প্রবাদে নয়৷ স্বচক্ষেই দেখতে পাবেন ‘কলুর বলদ’-কে৷ যদি যান পূর্ব মেদিনীপুরের পাশকুঁড়ার পুরুল গ্রামে৷ আজকের যন্ত্রনির্ভর দিনেও সেখানে ঘানিতে সর্ষে পিষে তেল বার করছে কলুর বলদ৷
advertisement
2/6
পুরুল গ্রামের স্থানীয় বাসিন্দা ভোলানাথ প্রামাণিক দীর্ঘদিন ধরেই অতীত ঐতিহ্য ধরে রেখে এভাবেই সরষের তেল উৎপাদন করে চলেছেন।
advertisement
3/6
এখনও তিনি বলদের সাহায্যেই নিম ও বাবলা কাঠের তৈরি ঘানি দিয়ে খাঁটি সরষের তেল উৎপাদন করছেন। যা আজকের দিনে সেভাবে আর দেখা যায় না।
advertisement
4/6
ভোলানাথের মতে, যন্ত্রচালিত পদ্ধতিতে প্রক্রিয়াকরণে তেলের গুণমান নষ্ট হয়ে যায় এবং তা মানুষের স্বাস্থ্যেও খারাপ প্রভাব ফেলে। তাই এই পুরনো সিস্টেম ধরে রেখেছেন তিনি।
advertisement
5/6
ভোলানাথ প্রামাণিক প্রতিদিন বলদের সাহায্যে ৫ থেকে ৬ লিটার সরষের তেল এভাবেই তৈরি করেন।
advertisement
6/6
তিনি বলেন, তাঁর এই উদ্যোগের উদ্দেশ্য--মানুষকে ১০০% খাঁটি এবং প্রাকৃতিক উপায়ে প্রস্তুত তেল সরবরাহ করা। যাতে তাঁরা সুস্থ ও নীরোগ জীবন যাপন করতে পারেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mustard Oil: এই বাড়িতে এখনও ঘুরছে চোখ বাঁধা কলুর বলদ! নিম-বাবলা কাঠের ঘানিতে সরষে পিষে বার করছে ঘন খাঁটি তেল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল