Museum: একটি চালে লেখা ১২০ শব্দ, কোথায় দেখতে পাবেন? আশ্চর্য এই জিনিসগুলি দেখতে ঘুরে আসতে পারেন এক উইকেন্ডে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Museum: শক্তিগড় স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে বড়শুল গ্রাম। আর এই গ্রামের মধ্যেই রয়েছে এক ঐতিহাসিক সংগ্রহশালা।
advertisement
1/6

শক্তিগড় স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে বড়শুল গ্রাম। আর এই গ্রামের মধ্যেই রয়েছে এক ঐতিহাসিক সংগ্রহশালা।
advertisement
2/6
বড়শুলের দে পরিবার ছিল গ্রামের জমিদার। যদিও এই জমিদারির সমাপ্তি হয়েছিল অনেক আগেই। এই জমিদার বাড়ির বর্তমান এক সদস্য হলেন হিমাদ্রি শংকর দে। এই হিমাদ্রিবাবু একদম নিজের প্রচেষ্টায় তৈরি করেছেন এক আশ্চর্য সংগ্রহশালা।
advertisement
3/6
এই সংগ্রহশালার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যা এখনকার সময় সত্যিই হয়ত দুষ্প্রাপ্য। সংগ্রহশালার মধ্যে সংরক্ষিত জিনিস দেখতে বহু জনই আসেন বড়শুলের এই জমিদার বাড়িতে।
advertisement
4/6
সংগ্রহশালার মধ্যে রয়েছে দুষ্প্রাপ্য সব দ্রব্যের সম্ভার। সংগ্রহশালায় রয়েছে একটি অদ্ভুত চাল। যে চালের মধ্যে লেখা রয়েছে ১২০টি অক্ষর।
advertisement
5/6
রয়েছে পুরনো দিনের বড় সাইজের তালা চাবি, তাল পাতার পুঁথি, ছয়টা লক বিশিষ্ট সিন্দুক, সুলতানি আমলের সিঁদুর কৌটো, বর্ধমান মহারাজের স্বাক্ষরিত চিঠি , বিদেশি আতর, মাছের আঁশ দিয়ে তৈরি ফুলদানি সহ আরও অনেক কিছু।
advertisement
6/6
বর্তমানে এই সংগ্রহশালাই হিমাদ্রিবাবুর বেঁচে থাকার রসদ। চাইলে যে কেউ এই সংগ্রহশালা ঘুরে দেখে আসতে পারেন । তবে আগে থেকে হিমাদ্রিবাবুর সঙ্গে কথা বলে তারপর যাওয়াই সবথেকে শ্রেয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Museum: একটি চালে লেখা ১২০ শব্দ, কোথায় দেখতে পাবেন? আশ্চর্য এই জিনিসগুলি দেখতে ঘুরে আসতে পারেন এক উইকেন্ডে