Murshidabad Tourism: নবাবের জেলায় ব্রিটিশদের আগমন! চষে বেড়াচ্ছেন আনাচে-কানাচে, দেখে শুনে মুচকি হাসছেন ব্যবসায়ীরা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Murshidabad Tourism: মুর্শিদাবাদ জেলা মানেই ইতিহাস। আর শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে এই নবাবের শহরে। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পর্যটকরা হাজির হন ঠিক তেমনই ইতিহাসের বিভিন্ন টানে এবং নিজেদের তৈরি স্থাপত্য দেখতে আজও বিভিন্ন সময় ভিড় জমান বিদেশী পর্যটকরা।
advertisement
1/5

মুর্শিদাবাদ জেলা মানেই ইতিহাস। আর শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে এই নবাবের শহরে। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পর্যটকরা হাজির হন ঠিক তেমনই ইতিহাসের বিভিন্ন টানে এবং নিজেদের তৈরি স্থাপত্য দেখতে আজও বিভিন্ন সময় ভিড় জমান বিদেশী পর্যটকরা। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
advertisement
2/5
শীতের মরশুমে বিদেশ থেকে আগত পর্যটকদের মধ্যে আসছেন ইংল্যান্ড থেকে। জানা গিয়েছে, নবাবের স্থাপত্যের শ্রেষ্ঠ নির্দশন হল হাজারদুয়ারি, প্যালেস, প্রকৃতি তীর্থ, ইমামবাড়া, নশিপুর রাজবাড়ি-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে এখন বিদেশী পর্যটকদের ঢল নামছে।
advertisement
3/5
মুর্শিদাবাদ শহর এবং পার্শ্ববর্তী এলাকার দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ঢল নামছে দৈনন্দিন। যে কারণে চওড়া হাসি এখন পর্যটকদের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশা থেকে টাঙ্গা চালক টোটো চালক সকলের।
advertisement
4/5
এবছর শীতের মরশুমে এখন থেকেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। এবছর বিশেষ করে ইংল্যান্ডের পর্যটকরা দৈনন্দিন আসছেন। ভারতে উপনিবেশ বিস্তারের সময় তারা যে সমস্ত স্থাপত্য নিদর্শন তৈরি করেছেন সেগুলি দেখতে সেদেশের নতুন প্রজন্ম তারা ভিড় করছেন।
advertisement
5/5
মুর্শিদাবাদ জেলার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এটা খুবই আনন্দিত ব্যাপার। দেশ ও বিদেশের পর্যটকরা যতই আসবেন ততই মুর্শিদাবাদ জেলার পর্যটন ব্যবসা আরও বৃদ্ধি পাবে। গত দু'সপ্তাহ ধরে মুর্শিদাবাদ শহরে পর্যটকদের ধীরে ধীরে ঢল নামছে। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Murshidabad Tourism: নবাবের জেলায় ব্রিটিশদের আগমন! চষে বেড়াচ্ছেন আনাচে-কানাচে, দেখে শুনে মুচকি হাসছেন ব্যবসায়ীরা