Murshidabad News: ৬৬০ মেগাওয়াট! পঞ্চম বিদ্যুতের ইউনিট চালু করল সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
- Reported by:Tanmoy Mondal
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ৬৬০ মেগাওয়াট ইউনিট উদ্বোধন করলেন, ১৬.৭ লক্ষ পরিবার ও ২৬ হাজার কর্মসংস্থান নিশ্চিত।
advertisement
1/6

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করলেন সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রে পঞ্চম ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট।
advertisement
2/6
পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম তাপবিদ্যুৎ কেন্দ্র মুর্শিদাবাদের সাগরদিঘির তাপবিদ্যুৎ কেন্দ্র। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট চারটি ইউনিট এর মধ্যে দিয়ে উৎপাদন হতো বিদ্যুৎ ।
advertisement
3/6
রাজ্যের মুখ্যমন্ত্রী ৪ঠা নভেম্বর মুর্শিদাবাদের বহরমপুর এর জনসভা থেকে ঘোষণা করেছিলেন সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রে পঞ্চম ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট চালু হবে সেই কথামতো ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়।
advertisement
4/6
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, জেলাবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই সাগরদিঘিতে সুপার ক্রিটিক্যাল ইউনিট চালু করার জন্যে। তিনি আরও বলেন, বিদ্যুতে আমরা যে পরিষেবা দিই তাতে বাংলার বুকে কোনও লোডশেডিঙ্গ নেই। বিশ্বের ব্যবসায়ীগুলো আজ বাংলামুখী হচ্ছেন। উন্নয়নের অপর নাম বিদ্যুৎ, তা ছাড়া কারখানা হতে পারে না।
advertisement
5/6
একদিকে বিদ্যুতের যোগান অন্যদিকে কর্মসংস্থান নিয়েও আশার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এর জন্যে খরচ হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি টাকার বেশি। এই ইউনিট চালু হলে ১৬ লক্ষ ৭০ হাজার পরিবার বিদ্যুৎ পাবেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৬ হাজার মানুষের নতুন করে কর্ম সংস্থান হবে।
advertisement
6/6
সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক নীতিন সিংহানিয়া, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ,জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ, সাগরদিঘী বিধায়ক বায়রণ বিশ্বাস।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ৬৬০ মেগাওয়াট! পঞ্চম বিদ্যুতের ইউনিট চালু করল সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়